শিশুদের মাঝে শিক্ষিকার ভূমিকায় সাংসদ

লোকসভার সাংসদ কাকলি ঘোষদস্তিদার শিক্ষার্থীদের কবিতা পড়ে শুনিয়েছেন এবং তাঁদের মধ্যে চকোলেট ও ​​মিষ্টি উপহার হিসেবে তুলে দেন।

Must read

সুমন তালুকদার, বারাসত: দিদির দূত হিসেবে এলাকায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ। পাশাপাশি শিক্ষিকার ভূমিকায় দেখা গেল বারাসতের চিকিৎসক সাংসদ তথা বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ডাঃ কাকলি ঘোষদস্তিদারকে। সোমবার উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের রাজীবপুর বিড়া গ্রাম পঞ্চায়েতের দিদির দূত হিসেবে অঞ্চলে একদিন কর্মসূচিতে যান কাকলি। স্থানীয় রাজীবপুর প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের নিয়ে এদিন তিনি ক্লাস করান। নতুন দিদিমণিকে পেয়ে বেজায় খুশি স্কুলের পড়ুয়ারা। নতুন দিদিমণির সঙ্গে কবিতা, গল্প, খেলায় মেতে ওঠে শিশুরা। সাংসদও তাঁর শৈশব স্মৃতিকে খুঁজে পেলেন এদিন।

আরও পড়ুন-নাবালিকাকে ধর্ষণের দায়ে জেল ৩ জওয়ানের

লোকসভার সাংসদ কাকলি ঘোষদস্তিদার শিক্ষার্থীদের কবিতা পড়ে শুনিয়েছেন এবং তাঁদের মধ্যে চকোলেট ও ​​মিষ্টি উপহার হিসেবে তুলে দেন। উৎসাহী শিক্ষার্থীরাও বরিষ্ঠ সাংসদের সঙ্গে কথা বলার সময় তাঁকে বিভিন্ন প্রশ্নও করেন। সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, “শিশুদের সঙ্গে সময় কাটিয়ে আমি খুব আনন্দ পেয়েছি। দিদির সুরক্ষা কবচ প্রচারকার্যটি আসলে শিশুদের সঙ্গে আমাদের কিছু আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ দিয়েছে। আমি ওদের এমন একটি কবিতা শিখিয়েছি, যেটিতে রং নিয়ে কথা আছে।” সাংসদ কাকলি ঘোষদস্তিদার পরে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রতিষ্ঠানের পরিকাঠামোগত ব্যাপার নিয়ে খোঁজখবর নিয়েছেন।

Latest article