সংবাদদাতা, বারাসাত : দিল্লিতে সংসদ নিয়ে ব্যস্ততা। তার মধ্যেই বারাসত সাংগঠনিক জেলার নবনিযুক্ত তৃণমূল সভাপতির দায়িত্ব পেয়েছেন চিকিৎসক-সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghosh Dastidar)। দায়িত্ব পেয়েই দিল্লি থেকে ফোনে জানালেন, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন, তা কর্মীদের মধ্যে সঞ্চারিত করে দলের সাংগঠনিক ক্ষমতাবৃদ্ধি করাই তাঁর প্রধান কাজ।’ কাকলি (Kakoli Ghosh Dastidar) বলেন, ‘দলের কর্মীরাই আমাদের সম্পদ। তারাই রাতদিন খেটে আমাদের জয় এনে দেয়। তাই সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়ে আগে ওদের পাশে গিয়ে দাঁড়াব। ওদের সুখ-দুঃখের কথা শুনে ওদের এবং সকলকে সঙ্গে নিয়েই এক আদর্শ জেলা গড়ে তুলব। শিয়রে পঞ্চায়েত নির্বাচন। তাই প্রথম কাজ ভোটার তালিকার কাজ করা। সেই তালিকা যাতে বুথে বুথে পৌঁছে যায়, তার ব্যবস্থা করা। ইতিমধ্যেই কর্মীদের সেই নির্দেশ দিয়েছি। বারাসতে ফিরে বুথে বুথে গিয়ে বসব। সমস্যা শুনব এবং তা সমাধানের চেষ্টা করব।’
সকল নেতা-কর্মী নিয়ে যেমন তিনি কাজের কথা বলছেন তেমনই তাঁকে সভাপতি হিসেবে পেয়ে বেজায় খুশি কর্মী-সমর্থকেরা।
আরও পড়ুন: নীতীশরাজ্যে বিষমদে মৃত ১২, অসুস্থ ১৫