বর্ধমানে দুটি ক্রীড়া অ্যাকাডেমি উদ্যোগে সাংসদ কীর্তি আজাদ

তাঁদের লক্ষ্য, বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার পৈলানে তাঁদের অ্যাকাডেমির কাজ শুরু হয়ে গিয়েছে।

Must read

সংবাদদাতা, বর্ধমান : বর্ধমানে দুটি অ্যাথলেট অ্যাকাডেমি গড়তে চলেছে শ্রাচী স্পোর্টস। সোমবার বর্ধমানের ২ নং ব্লকের রায়পুর কাশিয়াড়া স্কুলসংলগ্ন মাঠ এবং বর্ধমানের নবাবহাট এলাকার শ্রাচীর রেনেসাঁ টাউনশিপে এই দুই অ্যাকাডেমি গড়ার কথা ঘোষণা করলেন শ্রাচী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি। এদিন সাংবাদিক বৈঠকে রাহুল জানিয়েছেন, ৬.২ একর জায়গায় তাঁরা এই অ্যাকাডেমি গড়তে চলেছেন। এদিন এই মাঠ পরিদর্শন করেন সাংসদ কীর্তি আজাদ, প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল, তৃণমূল বিধায়ক নিশীথ মালিক, রাহুল টোডি প্রমুখ। সাংবাদিক বৈঠকে রাহুল জানিয়েছেন, পরিকল্পনা তৈরি। খুব শিগগিরই কাজ শুরু হবে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেনিস, খোখো, কাবাডি প্রভৃতির প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। তাঁদের লক্ষ্য, বাংলার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার পৈলানে তাঁদের অ্যাকাডেমির কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার

কীর্তি জানিয়েছেন, তিনি সবরকমের সহযোগিতা করবেন। বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে খেলোয়াড় তুলে আনতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যারা আগামীদিনে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করবে। সন্দীপ পাতিল জানিয়েছেন, ছেলেমেয়েদের মধ্যে খেলাধূলার প্রসার ঘটাতেই এই উদ্যোগ। এখন আর বাংলার ছেলেমেয়েদের বাইরে যেতে হবে না। এখান থেকেই উন্নত ও আধুনিক প্রশিক্ষণ পাবে।
ছিলেন বর্ধমানের দুই বিধায়ক খোকন দাস, নিশীথ মালিক, বিডিএ-র ভাইস চেয়ারম্যান আইনুল হক, শ্রাচী গ্রুপের অপর ডিরেক্টর পুনম থারার প্রমুখ।

Latest article