সংবাদদাতা, হুগলি : কালীপুজো উপলক্ষে আলোর উৎসবে মেতেছে রাজ্যবাসী। মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় বিভিন্ন কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোঘাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজোয় এসে তিনি ধুয়ে দেন গদ্দার অধিকারীকে।
আরও পড়ুন-কয়েক হাজার ভক্তের কাঁধে চড়ে নিরঞ্জনে শান্তিপুরের মা মহিষখাগী
গদ্দারের ‘মায়ের খড়্গ’ মন্তব্যের পর মহিলাদের তাড়া খাওয়াকে কটাক্ষ করে রচনা বলেন, মায়ের খড়্গ একজনার হাতেই রয়েছে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র তাঁর হাতেই খড়্গ মানায়। আর কারও হাতে মানায় না। মহিলাদের নিয়ে কোনও কুমন্তব্য করলে মহিলারা তো তাড়া করবেই। মা কালীর হাতেও তো খড়্গ রয়েছে। এবার মা কালীও দৌড়বেন তার পেছনে! পাশাপাশি, কালীপুজোয় হুগলির একাধিক জায়গায় আতশবাজি থেকে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গে সতর্কবার্তা দিয়ে রচনা বলেন, বাজি পোড়ানোর সময় সতর্ক থাকা উচিত। অনেক জায়গায় প্যান্ডেল উঁচু উঁচু অট্টালিকার মতো হয়। যারা আতশবাজি পোড়াচ্ছেন, বিক্রি করছেন; তাঁদের সকলকে সতর্ক থাকা উচিত। শব্দদূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে। আতশবাজি পোড়ানোর সময় ফাঁকা মাঠে পোড়াতে হবে, যাতে কোনও মানুষের অসুবিধা না হয়।