সংবাদদাতা, রামপুরহাট : বীরভূমে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার (Duare Sarkar- Shatabdi Roy) শিবির পরিদর্শন করলেন সাংসদ শতাব্দী রায়। প্রথমে মহম্মদবাজার ব্লকের চরিচা পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরে যান শতাব্দী। তারপর যথাক্রমে হাঁসন দুই পঞ্চায়েতের ডামেডা গ্রাম এবং তারপর পাইকর দুই নম্বর পঞ্চায়েতের কাশিমনগর বাস স্ট্যান্ড এলাকার দুয়ারে সরকার (Duare Sarkar- Shatabdi Roy) শিবিরে যান। প্রতিটি জায়গায় গিয়ে সাধারণ মানুষের পাশাপাশি আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। আধিকারিকদের বলেন, অনেকে অফিসে গিয়ে এই কাজগুলো করতে পারেন না। আপনারা নিজেরাই তাঁদের নামের বানান ভুল থাকলে দেখে নেবেন। শতাব্দী রায় বলেন, নব্বই শতাংশ কাজ সম্পূর্ণ। বেশিরভাগ প্রকল্পের পরিষেবা মানুষ পাচ্ছেন। তবুও কোনও কোনও ক্ষেত্রে যেমন জমিজমা সংক্রান্ত বিষয়ের মতো ক্ষেত্রে দুই একজন করে বাদ পড়ে গিয়েছেন। তাঁরা দুয়ারে সরকারের শিবিরে পেয়ে যাবেন।
আরও পড়ুন-বিশ্বে সাংবাদিক খুন: ৮৬ শতাংশ অপরাধীর কোনও শাস্তিই হয়নি!