নৈহাটি হাসপাতাল পরিদর্শনে সাংসদ

আরজি কর-কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন প্রতিটা হাসপাতালে গিয়ে স্থানীয় প্রশাসনকে খোঁজ নিতে হবে

Must read

সংবাদদাতা, নৈহাটি : আরজি কর-কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন প্রতিটা হাসপাতালে গিয়ে স্থানীয় প্রশাসনকে খোঁজ নিতে হবে। হাসপাতালের কর্মী থেকে শুরু করে চিকিৎসক, নার্স এমনকী রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শুনতে হবে। অবিলম্বে সে সমস্যার সমাধান করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-দশমীর ৭ দিনের মধ্যে খুলতে হবে হোর্ডিং, নির্দেশ পুরসভার

এবার মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতোই বুধবার হঠাৎ নৈহাটি হাসপাতাল পরিদর্শনে যান বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এদিন হাসপাতালে গিয়ে নার্স, ডাক্তার-সহ সকলের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি রোগীদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন এবং তাঁদের কাছ থেকে সমস্যার কথা জানতে চান। রোগীরা যথাযথ পরিষেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে খোঁজ নেন। এদিকে সাংসদকে কাছে পেয়ে খুশি রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষও। এই প্রসঙ্গে পার্থ ভৌমিক জানান, এটা সারপ্রাইজ ভিজিট। হাসপাতালে কাজ কেমন চলছে, কোনও সমস্যা আছে কিনা জানতেই এসেছিলাম। এ-ধরনের সারপ্রাইজ ভিজিট সমস্ত হাসপাতালে নিয়মিত চলবে বলে জানান তিনি।

Latest article