ভিনরাজ্যে নিহত শ্রমিকের বাড়িতে সাংসদ ইউসুফ

পরিবারের সদস্যরা তাঁকে কাছে পেয়ে নিজেদের সংকটের কথা খুলে বলেন। সাংসদ শোকার্ত পরিজনদের সঙ্গে কথা বলেন, পাশে থাকার কথা দেন

Must read

প্রতিবেদন: ভিনরাজ্যে খুন বেলডাঙার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ। রবিবার নিহত শ্রমিকের বাড়িতে যান সাংসদ ইউসুফ পাঠান। পরিবারের সদস্যরা তাঁকে কাছে পেয়ে নিজেদের সংকটের কথা খুলে বলেন। সাংসদ শোকার্ত পরিজনদের সঙ্গে কথা বলেন, পাশে থাকার কথা দেন। এদিন তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান ও দলীয় কর্মীদের নিয়ে সাংসদ ইউসুফ পাঠান নিহত শ্রমিকের বাড়িতে যান।

আরও পড়ুন-পরিবর্তন হবে না বাংলার, পাল্টাবেন প্রধানমন্ত্রী, ৫০-এর নিচে নামবে বিজেপি : অভিষেক

তিনি বললেন, আমি এখানেই ছিলাম। এখানকার মানুষজনের সঙ্গে তৃণমূল স্তরে আমাদের সর্বদা যোগাযোগ আছে। আমি তাঁদের জন্যই কাজ করি। সবরকমভাবে এই পরিবারের পাশে আছি। প্রসঙ্গত, বেলডাঙায় যেখানে গত দু’দিন ধরে প্রবল অশান্ত পরিবেশ, শনিবার রোড শো করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেলডাঙা অশান্তির নেপথ্যে তিনি সরাসরি বিজেপির উসকানিকে দায়ী করেছেন। এ প্রসঙ্গেই অভিষেক জানিয়েছিলেন, বেলডাঙায় যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এত প্রতিবাদ হচ্ছে, তাঁর বাড়িতে বারবার যেতে চাইছেন ইউসুফ। আমিই তাঁকে বলেছি, পরিস্থিতি শান্ত হলে দলের কর্মীদের নিয়ে ওখানে যেতে। এরপর রবিবার বেলার দিকে বেলডাঙার সুজাপুরের তাতলাপাড়ায় নিহত শ্রমিক আলাউদ্দিনের বাড়ি যান ইউসুফ পাঠান। বেরিয়ে এসে সংবাদমাধ্যমের সামনে বলেন, যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। পরিযায়ী শ্রমিকদের রুটিরুজির জন্য বাইরের রাজ্যে যেতে হয়। কিন্তু তাই বলে তাঁদের উপর এই অত্যাচার চলতে পারে না। আমি কেন্দ্রকে চিঠি লিখে সতর্ক করেছি।

Latest article