মৃতদের পরিবারের পাশে সাংসদ-বিধায়ক

ঢোলা থানার দক্ষিণ রায়পুর তিনের ঘেরি এলাকায় গত সোমবার সন্ধে নাগাদ বাজি বিস্ফোরণে মৃত্যু হয় চন্দ্রকান্তের পরিবারের আট সদস্যের।

Must read

সংবাদদাতা, ডায়মন্ডহারবার : বাজি দুর্ঘটনায় একটি পরিবারের বেশ কয়েকজন মারা গিয়েছিল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও পাথরপ্রতিমা বিধানসভার বিধায়ক সমীরকুমার জানা বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিকের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন, রবিবার।

আরও পড়ুন-যোগীরাজ্যে প্রশ্নে বন্যপ্রাণ গাড়ির ধাক্কায় মৃত চিতাবাঘ

ঢোলা থানার দক্ষিণ রায়পুর তিনের ঘেরি এলাকায় গত সোমবার সন্ধে নাগাদ বাজি বিস্ফোরণে মৃত্যু হয় চন্দ্রকান্তের পরিবারের আট সদস্যের। ইতিমধ্যেই অভিযুক্ত চন্দ্রকান্ত ও তাঁর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বাপি চন্দ্রকান্তের মায়ের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন চন্দ্রকান্তের মা। বাপি জানান, এই ধরনের কাজ যাতে আর কেউ না করে, তার জন্যই সবাইকে সাবধান করব। নিজেদের অসাবধানতার জন্যই আজ একটা গোটা পরিবার শেষ হয়ে গেল।

Latest article