তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসিয়াল ফেসবুক (Facebook) পেজে তথ্য বিকৃতির অভিযোগ। এরপরেই মেটাকে নোটিস দিলেন তাঁর আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu)। ফেসবুকে তৃণমূল কংগ্রেসের(TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিশিয়াল পরিচয় হিসেবে লেখা থাকে – সাংসদ, জাতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দুদিন আগে দেখা যায় নাম এবং পদ ঠিক থাকলেও দলের নাম উধাও। দ্রুত আইনজীবীর মাধ্যমে আইনি পদক্ষেপ করেন অভিষেক। বুধবার অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে জুকারবার্গের সংস্থা। বৃহস্পতিবার দেখা গেল, ফেসবুকে অভিষেকের অফিশিয়াল পেজে তাঁর ‘বায়ো’তে ফিরেছে আগের তথ্য।
আরও পড়ুন-পশুপ্রেমী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ গড়ফা থানায়, পাল্টা অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে মেটাকে (META) যে নোটিশ পাঠানো হয়েছিল সেখানে ডায়মন্ড হারবারে সাংসদের সোশ্যাল মিডিয়া পেজে ‘আড়ি’ পাতার অভিযোগ তোলা হয়। কেউ বা কারা অবাঞ্ছিতভাবে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে তথ্য বদল করার কারণেই গোটা বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন অভিষেক। যদিও এই ঘটনাকে ঘিরে বিরোধীরা একাধিক জল্পনা শুরু করলেও আসলে সবটাই যে মেটার (META) গাফিলতি তা বুধবারই স্পষ্ট হয়ে যায়। আইনজীবী সঞ্জয় বসুর নোটিশ পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেকের অফিসিয়াল পেজে ফিরল দলের নাম। সাইবার বিভ্রাট (Cyber Issue) নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিষেকের ফেসবুক প্রোফাইল হ্যাক করার চেষ্টা হয়েছিল তা নিয়ে ফেসবুকের তরফ থেকে কোনও স্পষ্ট উত্তর মেলেনি।