বেঙ্গালুরু: গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে নাম লেখানোর আগে দীর্ঘ দু’টি পর্বে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল খেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসি (MS Dhoni- Faf du Plessis)। সিএসকে-র হয়ে খেলার সময় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেন। ডুপ্লেসির মনে হয়েছে, ধোনি হলেন সেরা কুশলী অধিনায়কদের অন্যতম।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডুপ্লেসি (MS Dhoni- Faf du Plessis) বলেছেন, ‘‘সিএসকে-তে আমার প্রথম মরশুমেই বুঝে যাই স্টিফেন ফ্লেমিং ও মহেন্দ্র সিং ধোনিকে। দু’জনেই নিজেদের দেশকে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছে। আমার পাশেই বসেছিল কোচ ফ্লেমিং। নেতৃত্ব নিয়ে ওর কাছে কিছু জানতে চাই। চেষ্টা করেছিলাম, যতটা পারা যায় শিখে নেওয়ার। এরপর যখন এমএসডি-র সঙ্গে কথা হয়, বুঝতে পারি লোকটা কোন স্তরের ট্যাকটিশিয়ান। ম্যাচ রিডিংয়ের ক্ষমতা অসাধারণ। অধিনায়ক হিসেবে অসাধারণ।’’
তবে ডুপ্লেসি জানিয়েছেন, অধিনায়ক হিসেবে তিনি নিজের মতোই হতে চেয়েছেন সবসময়। ডুপ্লেসির কথায়, ‘‘আমার প্রথম অধিনায়ক ছিল গ্রেম স্মিথ। কিন্তু আমি কখনও ওর মতো অধিনায়ক হতে চাইনি। অথবা ফ্লেমিং এবং ধোনিও হতে চাইনি। আমি আমার মতোই হতে চেয়েছি।’’
আরও পড়ুন: বুমেরাং পিচ, চাপে এবার রোহিতরাই
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…