চিত্তরঞ্জন খাঁড়া: বৃষ্টির আশঙ্কা ছিল। কিন্তু ক্রিকেট দেবতা যে মহেন্দ্র সিং ধোনির জন্য মঞ্চ সাজিয়ে রেখেছিলেন! অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় ধোনি (MS Dhoni) সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেললেন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। কলকাতাও তাঁকে নিরাশ করেনি। রবিবার দুপুর থেকে শহরের সব রাস্তা ছিল ইডেনমুখী। ম্যাচটা ইডেনে হল না চিপকে, বোঝা দায় ছিল। গ্যালারি জুড়ে যেন হলুদ সর্ষে খেত। বেগুনি রং ঢাকা পড়ে ময়দান জুড়েও শুধু হলুদের সমারোহ। সিএসকে আর ধোনির সাত নম্বর জার্সি বিক্রি হল সব থেকে বেশি। পরিস্থিতি দেখে একপ্রকার বাধ্য হয়েই কেকেআর ম্যানেজমেন্ট গ্যালারির বিভিন্ন প্রান্তে বেগুনি পতাকা লাগিয়ে দেয় নিজেদের সমর্থকদের চিহ্নিত করতে। এসব দেখেই বোধহয় টসের পর স্মৃতিতে ডুব দিলেন মাহি। প্রাক্তন ভারত ভারত অধিনায়কের গলায় কলকাতায় ক্রিকেট খেলা ও রেলের টিকিট পরীক্ষক হিসেবে খড়্গপুরে কাটানো দিনগুলির স্মৃতিচারণা।
আরও পড়ুন- হার হজম করা কঠিন : নীতীশ
সিএসকে (MS Dhoni) অধিনায়ক বললেন, “কলকাতায় আমি অনেক ক্রিকেট খেলেছি। আপনারা জানেন খড়্গপুরে আমি একটা চাকরি করতাম। অনেকটা সময় ওখানে কাটিয়েছি। এখান থেকে মাত্র দু’ঘণ্টার পথ। ওখানে ক্রিকেট খেলতাম। ফুটবলও খেলেছি। কলকাতাতেও প্রচুর ক্রিকেট খেলেছি। তা থেকেই এখানকার প্রতি আমার ভালবাসা তৈরি হয়েছে।”
তিন বছর পর কলকাতায় আইপিএল ম্যাচ খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ধোনি। বলেছেন, “এতদিন পর ইডেনে আইপিএল ম্যাচ হচ্ছে। প্রচুর মানুষ আসছে। গ্যালারি ভর্তি থাকছে। ইডেনের নতুন স্ট্যান্ডগুলো খুব সুন্দর হয়েছে। খুব ভাল লাগছে এখানকার পরিবেশ দেখে। দর্শকদের ধন্যবাদ। এদিন ওরা আমাকে ফেয়ারওয়েল জানাতে এসেছিল। পরের ম্যাচে নিশ্চয় সবাই কেকেআরের জার্সি গায়ে মাঠে আসবে।” ইডেনে এটাই তাঁর শেষ ম্যাচ কি না, জানতে চাওয়া হলে বাংলার জামাই ক্যাপ্টেন কুল বললেন, “যা বলার আগেই বলেছি। ক্রিকেট জীবনের শেষ পর্যায়ে রয়েছি। গুরুত্বপূর্ণ বিষয় হল, খেলাটা উপভোগ করতে পারছি কি না।”