নাম বদল মুঘল গার্ডেনের

Must read

প্রতিবেদন : মোদি জমানার নাম বদলের তালিকায় এবার নতুন সংযোজন। দিল্লির রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী মুঘল গার্ডেনের (Mughal Garden- Amrit Udyan) নাম বদল করল কেন্দ্রীয় সরকার। অমৃত মহোৎসব থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে মুঘল গার্ডেন হচ্ছে অমৃত উদ্যান (Mughal Garden- Amrit Udyan)। শনিবার নাম বদলের কথা জানিয়েছেন রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব। আজ, রবিবার অমৃত উদ্যানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৩৮ প্রজাতির গোলাপ, ১০ হাজার টিউলিপ এবং ৭০টি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এই উদ্যানে। ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত এই উদ্যান সর্বসাধারণের জন্য খোলা থাকবে। বিরোধীরা বলছেন, ইতিহাস মুছে ফেলতেই নাম বদলের পদক্ষেপ কেন্দ্রের।

আরও পড়ুন-গোর্খাল্যান্ড নয়, রাজ্যকে নিয়েই উন্নয়ন চান অনীত

Latest article