লন্ডন : প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুল কিনতে আগ্রহী ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি (Liverpool- Mukesh Ambani)! ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য মিরর’-এর খবর অনুযায়ী আম্বানি গ্রুপ এই বিষয়ে প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। উল্লেখ্য, আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানা রয়েছে মুকেশ আম্বানির হাতে। এমনকী, ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ আইএসএল যারা পরিচালনা করে, সেই ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডেরও মালিক আম্বানি গ্রুপ। এই মুহূর্তে লিভারপুলের মালিকানা রয়েছে আমেরিকার সংস্থা ফেনওয়ে স্পোর্টস গ্রুপের হাতে। তবে এই মার্কিন গ্রুপ সম্প্রতি মালিকানা হস্তান্তরের জন্য আগ্রহ প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৪ বিলিয়ন পাউন্ড পেলে লিভারপুলের (Liverpool- Mukesh Ambani) মালিকানা আম্বানি গ্রুপের হাতে তুলে দেবে তারা। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ১১৯ কোটি টাকা! অন্যদিকে, ফোর্বসের বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার অষ্টম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমান ৯৪ বিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৯৫ হাজার ৭৯২ কোটি। ফলে লিভারপুল কিনতে মুকেশ আম্বানির কোনও সমস্যা হওয়ার কথা নয়।