রবির স্মৃতিতে হাওয়া অফিসে মুক্তধারা মুক্তমঞ্চ

বর্তমানে আলিপুর আবহাওয়া দফতর কর্তৃপক্ষ বটবৃক্ষটির সামনে একটি মঞ্চ গড়েছে, নাম দেওয়া হয়েছে মুক্তধারা মুক্তমঞ্চ।

Must read

মৌসুমী বসাক: আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন রবি ঠাকুর। এমনকী হাওয়া অফিস নামটাও তাঁরই দেওয়া। এবার হাওয়া অফিসেই রবি ঠাকুরের স্মৃতি বিজরিত স্থানকে অন্য মাত্রা দিল হাওয়া অফিস কর্তৃপক্ষ। হাওয়া অফিসে ঢুকলেই শতাব্দীপ্রাচীন যে লাল রঙের বাড়িটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেখানেই থাকতেন প্রশান্তচন্দ্র মহলনবিশ। আর এই লাল বাড়িতেই তাঁর সঙ্গে দেখা করতে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। হাওয়া অফিসের এত সুন্দর একটি প্রাকৃতিক রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু। লাল বাড়িটির উল্টোদিকেই রয়েছে একটি প্রাচীন বটগাছ। এই গাছের নিচে বসেই কবিতাচর্চা করতেন রবীন্দ্রনাথ। রক্তকরবী নাটকের খানিকটা অংশ তিনি লিখেছিলেন এই গাছের নিচে বসেই।

আরও পড়ুন-উপনির্বাচনে তৃণমূলের ভরসা মুকুটমণি শুরু করে দিলেন ভোটপ্রচার

বর্তমানে আলিপুর আবহাওয়া দফতর কর্তৃপক্ষ বটবৃক্ষটির সামনে একটি মঞ্চ গড়েছে, নাম দেওয়া হয়েছে মুক্তধারা মুক্তমঞ্চ। শুধু তাই নয়, আলিপুর আবহাওয়া দফতরের বটগাছের অংশটিকেও বাঁধানো হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আলিপুর আবহাওয়া দফতর এবং রবীন্দ্রনাথের নিবিড় সম্পর্কের ব্যাপারে অবগত করতেই বটবৃক্ষ-সহ আলিপুর আবহাওয়া দফতরের কিছুটা অংশ রূপায়ণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বর্তমান পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, তৎকালীন প্রধান আবহাওয়াবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশের সঙ্গে যখন দেখা করতে আসতেন রবীন্দ্রনাথ তখন প্রায়ই এখানে থাকতেন। একটি আরামকেদারা ছিল তাঁর। সেই চেয়ারে বসে নানান কবিতা, গল্প লিখেছেন তিনি।
আলিপুর আবহাওয়া দফতরে এলে দেখা যাবে, এই মুক্তধারা মুক্তমঞ্চকে বাঁধানোর পাশাপাশি চারিদিকে রবি ঠাকুরের নানান ঐতিহ্যশালী কীর্তিকে তুলে ধরা হয়েছে। যা রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে ঋদ্ধ করবে আগ্রহীদের।

Latest article