বিধানসভায় মুকুল, যোগ দেবেন PAC বৈঠকে

Must read

প্রতিবেদন : একুশের ভোটে  কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়লাভ করে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হন মুকুল রায়। তারপর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। এরপর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় PAC চেয়ারম্যান পদে নিয়োগ করেন মুকুলকে।

আরও পড়ুন : চার বছর পর আবার সাদা বলের ম্যাচে অশ্বিন

যা নিয়ে তৈরি হয় বিতর্ক। বিজেপির তরফে স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতেও যাওয়া হয়। যদিও স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, আইনের সমস্ত দিক খতিয়ে দিকেই মুকুল রায়কে তিনি PAC চেয়ারম্যান পদে নিয়োগ করেছেন। যদিও তারপর থেকে সেভাবে বিধানসভা বা PAC বৈঠকে দেখা যায়নি মুকুল রায়কে। অবশেষে বিধানসভায় এলেন মুকুল রায়। আজ, বুধবার বিধানসভার স্পিকারকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়ে গেলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। আগামী ২৬ নভেম্বর PAC বৈঠক রয়েছে। তিনি সেই বৈঠকে যোগ দেবেন বলেই জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়কে।জানা গিয়েছে, সম্প্রতি অসুস্থ ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। সেই কথা তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন স্পিকারকে। এক মাসের ছুটি চেয়েছিলেন স্পিকারের কাছ থেকে। ছুটির কারণেই আগের PAC বৈঠকগুলিতে যোগ দিতে পারেননি মুকুল। এবার যোগ দেবেন বৈঠকে।

 

Latest article