১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় ১৫দিন ধরে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শুধু নিজের দল নয়, দেশের বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্বরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। সকলেই তাঁর শুভকামনার বার্তা দিচ্ছেন।
কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ও মোদির জন্মদিন উপলক্ষ্যে টুইট করেছেন। তবে শুভেচ্ছা নয়, মুকুল রায় তাঁর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চূড়ান্ত সমালোচনা করেছেন।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে বেড বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য দফতরের
একুশের বিধানসভা নির্বাচনের পরেই ভারতীয় জনতা পার্টি ছাড়েন মুকুল রায়। তার আগে প্রায় ৪ বছর গেরুয়া শিবিরে ছিলেন তিনি। পেয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদও। মুকুল রায় টুইটারে লিখেছেন, “ন্যাশনাল জুমলা ডে”। দেশজুড়ে জুমলা রাজ চলছে। নোটবন্দি, মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন অন্ধকারে দুর্বিষহ হয়ে উঠেছে। আর বিজেপি দেশজুড়ে নরেন্দ্র মোদির জন্মদিন পালন করছে। “সবকা সাথ সবকা” বিকাশের নামে জুমলা রাজ চলছে। নিজেদের আখের গোছাচ্ছে।
As @BJP4India celebrates PM @narendramodi Ji's birthday, citizens relive the harrowing nightmares Notebandi, Price hike…
This National Jumla Day we can only hope that he may keep his promise of 'Sabka Saath Sabka Vikas' and not "Apna Kaam Banta…'#NationalJumlaDay
— Mukul Roy (@MukulR_Official) September 17, 2021
মোদির আমলে তেলের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে। মোদির আমলে দেশের মানুষের দুর্দশা দেখেই মুকুল রায়ের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।