ধরাশায়ী অবস্থা বিজেপির, মনোনয়ন দিয়ে বললেন রানাঘাট দক্ষিণের প্রার্থী মুকুটমনি

Must read

বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ডাঃ মুকুটমনি অধিকারী (Mukut Mani Adhikari)। এদিন সকালে রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে রানাঘাট মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন মুকুটমনি। মনোনয়ন জমা দিয়ে মুকুটমনি বলেন, পশ্চিমবঙ্গ সহ ভারতে বিজেপি ধরাশায়ী হতে চলেছে। লোকসভা ভোটের ফলাফল সেই ইঙ্গিত দেয় । তিনি আরও বলেন, রাজ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে ছোট থেকে আবাল-বৃদ্ধ ১০ কোটি মানুষের সাহায্য করে তাঁদের পাশে থাকতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই শেষ কথা।

আরও পড়ুন- চক্রের মাথা কি ধরা পড়বে? নেট পরীক্ষা বাতিল নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর

প্রসঙ্গত, বিজেপির থেকে তৃণমূলে আসা মুকুটমনি (Mukut Mani Adhikari) বর্তমানে তৃণমূল প্রার্থী। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে মুকুটমনির নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি আর সময় নষ্ট করেননি। প্রথমেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শুরু করেন বৈঠক। এরপর কিভাবে রাজনীতির ময়দানে রণকৌশল তৈরি করতে হবে সেই নিয়ে বিশেষ আলোচনা করে নেন। তারপর থেকেই দক্ষিণ বিধানসভার বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী ভোট প্রচার শুরু করে দেন। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নিজের জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী তৃণমূল প্রার্থী।

Latest article