রাজধানীতে ধসে গেল বহুতল, আহত ৮

ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। দিল্লির সীলামপুর এলাকায় শনিবার সকাল ৭টা ৫মিনিট নাগাদ হঠাৎ করেই ভেঙে পড়ে বহুতলটি।

Must read

সাতসকালে দিল্লিতে (Delhi) বহুতল ধসে অনিশ্চয়তার মুখে বহু প্রাণ। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। দিল্লির সীলামপুর এলাকায় শনিবার সকাল ৭টা ৫মিনিট নাগাদ হঠাৎ করেই ভেঙে পড়ে বহুতলটি। খবর পেয়ে তড়িঘড়়ি ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী। আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। ইতিমধ্যেই চার জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করে এনেছেন উদ্ধারকারীরা। তবে এখনও পর্যন্ত অনেকেই সেই ভেঙে পড়া বহুতলের নীচে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় এই চারতলা ভবন ধসে এক বছরের শিশু সহ আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন একটি পরিবারের ১০ জন সদস্য যারা বহুতলে থাকতেন এবং আরও কয়েকজন যারা সেই সময়ে বহুতলের কাছাকাছি ছিলেন। দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা অন্যদের উদ্ধারের চেষ্টা এখনও চলছে। বহুতলে থাকা পারভেজ (৩২), তার স্ত্রী সিজা (২১), তার ছেলে আহমেদ (১৪ মাস) এবং তার ভাই নাভেদ (১৯) কে উদ্ধার করা হয়েছে। বাড়িটির বাইরে থাকা গোবিন্দ (৬০) এবং তার ভাই রবি কাশ্যপ (২৭) এবং তাদের স্ত্রী দীপা (৫৬) এবং জ্যোতি (২৭)ও আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন-বঙ্গোপসাগরে আটকে পড়া বোট থেকে দুই বিদেশি উদ্ধার

বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে খবর সকাল সাতটার দিকে বহুতল ভেঙে পড়ার খবর যায়। সঙ্গে সঙ্গে বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ-দমকলের কর্মীরাও সেখানে পৌঁছে গিয়েছেন। দমকলের মোট সাতটি ইঞ্জিন সেখানে উপস্থিত রয়েছে। শুধু তাই নয়, স্থানীয়রাও উদ্ধারকাজে সাহায্য় করছে। ঠিক কীভাবে বা কী কারণে এই বহুতল ধসে পড়ার ঘটনাটি ঘটল সেটা এখনও জানা যায়নি। অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা এই বিষয়ে বলেন, বহুতলের মালিক মাতলুব তার পরিবারের সদস্যদের সাথে থাকেন। নিচতলা এবং প্রথম তলা খালি। বিপরীত দিকে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন-জোকার নামী ম্যানেজমেন্ট কলেজের হস্টেলে তরুণীকে ধ.র্ষণ, গ্রেফতার এক ছাত্র

প্রসঙ্গত, শুক্রবার দিল্লির মিঠাইপুল এলাকার সর্দার বাজারে একইভাবে ভেঙে পড়েছে তিন দোকান-সহ বাড়ি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মেট্রোর কাজ চলার কারণে নড়ে যায় সেই দোকান-বাড়িগুলির ভিত। মৃত্যু হয় এক ব্যক্তির। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিহতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে ।

Latest article