রবিবার নির্বিঘ্নে টেট পরীক্ষার জন্য রাজ্যের একাধিক ব্যবস্থা

এমনকী পরিস্থিতির ওপর নজর রাখার জন্য স্থানীয় হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম খোলার পরামর্শ দেওয়া হয়েছে পরিবহণ দফতরের তরফ থেকে

Must read

প্রতিবেদন : আগামী ১১ ডিসেম্বর রবিবার রাজ্য জুড়ে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে নবান্ন ও শিক্ষা দফতর। পরীক্ষার দিন যাতে কোনও পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা না হয়, সেইজন্য অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। শুধু তাই নয়, বাস দেখভাল করেন যাঁরা তাঁদের ছুটিও প্রয়োজন অনুসারে বাতিল করা হয়েছে। এমনকী পরিস্থিতির ওপর নজর রাখার জন্য স্থানীয় হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম খোলার পরামর্শ দেওয়া হয়েছে পরিবহণ দফতরের তরফ থেকে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর প্রশংসায় বিচারপতি

রাজ্য পরিবহণ নিগম এবং উত্তরবঙ্গ পরিবহণ নিগমের পক্ষ থেকে এ-ব্যাপারে পৃথক ভাবে নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার দিন শহর, শহরতলি ও দূরপাল্লার বাস সার্ভিস অন্যান্য কাজের দিনের থেকে বেশি করতে— বিশেষ করে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বাস সার্ভিস বেশি রাখার উপর জোর দিতে সংশ্লিষ্ট সব আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। চালক, পরিচালক-সহ বাস সার্ভিস চালানোর জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের ছুটি বাতিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকেও ওই দিন অতিরিক্ত ১০ শতাংশ বাস রাস্তায় নামানো হবে। এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে যাতায়াতের পথে সব স্টপেজে বাস থামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-স্থানীয় বিধায়ক-মন্ত্রী বীরবাহাকে জানাতেই গ্রামে ২৪ ঘণ্টার মধ্যেই এল বিদ্যুৎ

এদিকে, টেট পরীক্ষার দিন সরকারি বাস পরিষেবার সঙ্গে বেসরকারি বাস পরিষেবাও যাতে যথাযথ থাকে তা নিশ্চিত করতে পরিবহণ দপ্তর এদিন বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন। রাজ্য জুড়ে ১৪৫৩টি কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হবে। টেট দুর্নীতির অভিযোগে সরগরম গোটা রাজ্য। তাই আসন্ন টেটে স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে জোর দিয়েছে নবান্ন। যাতে টেটকে কেন্দ্র করে কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার জন্য নবান্নের তরফ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি থাকবে। মোবাইল, স্মার্টওয়াচ-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।

Latest article