প্রতিবেদন : আসন্ন কালীপূজা ও দীপাবলিতে আদালতের নির্দেশ মেনেই রাজ্যে যাতে সবুজ বাজি (Firecrackers) বিক্রি ও পোড়ানো হয় এবং ৯০ ডেসিবেলের উপর শব্দবাজি পোড়ানো না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করবে বলে পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন। সল্টলেকের প্রাণিসম্পদ ভবনে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আদালতের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তা নিশ্চিত করতে সমস্ত স্তরের জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বৈঠক করবে। পরিবেশমন্ত্রী বলেন, আদালতের নির্দেশমতো জাতীয় মান্যতাপ্রাপ্ত দুই সংস্থা নিরি ও পেসো বাজি (Firecrackers) পরীক্ষা করার পর তা বিক্রির ছাড়পত্র দেবে। পরিবেশ ও শব্দের দিক থেকে ওই দুই সংস্থা যে বাজিগুলিকে বিক্রির জন্য অনুমতি দেবে, পর্ষদ ও পুলিশও তা বিক্রির অনুমোদন দেবে।
আরও পড়ুন-ডেঙ্গির প্রকোপ বাড়ছে