মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের (UttarPradesh) মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। এদিন ভোরে ৪টে নাগাদ ওই এক্সপ্রেসওয়েতে ধাক্কা লাগল ৮টি বাস ও ৩টি ছোট গাড়ির। দুর্ঘটনার জেরে একাধিক বাস ও গাড়িতে আগুন ধরে যায় আর সেই আগুনে ঝলসে মারা গিয়েছেন চারজন যাত্রী। জখম হয়েছেন অন্তত ২৫ জন। ঘন কুয়াশার ফলেই এমন দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। এদিনের ঘটনার সময় দৃশ্যমানতা একেবারেই ছিল না। মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার সিং এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, যমুনা এক্সপ্রেসওয়ের আগ্রা-নয়ডা ক্যারেজওয়েতে দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার জন্য কমে যায় দৃশ্যমানতা আর তার জেরেই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে একটি বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। কুয়াশার ফলে ওই বাস কিছুই দেখতে না পায়নি। বাসের ধাক্কাতে রাস্তার দু’দিক থেকে আসা বাস ও গাড়ির একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং সেগুলিতে আগুন ধরে যায়।
আরও পড়ুন-ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর লড়াই, শহিদ ১ পুলিশকর্মী
আগুন লেগে যাওয়ায় বাস ও গাড়িগুলিতে আটকে পড়েন বহু যাত্রী। খবর পেয়ে যাত্রীদের উদ্ধারে ছুটে আসে পুলিশ ও দমকল। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান। ১২টি দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ও উদ্ধার করা হয় যাত্রীদেরও। প্রায় ২৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর আহতরা মথুরা, নয়ডা, কানপুর এবং আশেপাশের এলাকার বাসিন্দা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…