লাহোর বিমাবন্দরের একাধিক বিস্ফোরণ, আতঙ্ক শহরজুড়ে

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা।

Must read

জঙ্গিদমনে ভারতের অভিযানের পর আতঙ্কে তটস্থ পাকিস্তান (Pakistan)। যুদ্ধের আবহেই বৃহস্পতিবার সকালে একাধিক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল লাহারের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায়। এই এলাকাটি লাহোরের অভিজাত কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা এবং লাহোর সেনা সেনানিবাসের সাথে সংযুক্ত। লাহোর বিমানবন্দরের কাছে পর পর কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। নিমেষের মধ্যেই এলাকাজুড়েই দেখা যায় শুধু কালো ধোঁয়া। এরপরই নতুন করে ভারতীয় অভিযানের আতঙ্ক ছড়ায় শহরজুড়েই।

বৃহস্পতিবার সকালে লাহোর বিমানবন্দরের কাছে এই বিস্ফোরণের তীব্রতা ছিল যথেষ্ট। ভারতীয় বিমানবাহিনী বিমানবন্দরে অভিযান চালিয়েছে মনে করে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তারপরেই করাচি, সিয়ালকোট এবং লাহোর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। যে জায়গাগুলিতে বিস্ফোরণ হয়েছে তার কিছুটা দূরেই রয়েছে লাহোরের সেনাঘাঁটি। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এরপরেই মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের কয়েকটি জায়গায় প্রত্যাঘাত করা হয়।

 

Latest article