প্রতিবেদন : হরিদেবপুর-কাণ্ডে মৃত অয়ন মণ্ডলের ময়নাতদন্তের রিপোর্ট এল পুলিশের হাতে। রিপোর্টে বলা হয়েছে, ভোঁতা এবং শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল। তার ফলেই মৃত্যু হয়েছে অয়নের। সোমবার অয়নের ময়নাতদন্তের রিপোর্ট আসে পুলিশের হাতে। অয়নের দেহে একাধিক আঘাতের উল্লেখ রয়েছে। ডায়মন্ড হারবার হাসপাতালে অয়ন মণ্ডলের ময়নাতদন্ত হয়েছে। সেখান থেকে সোমবার ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং কলকাতা পুলিশের কাছে পাঠানো হয়েছে রিপোর্ট।
আরও পড়ুন-লক্ষ্মীপুজোয় অবিবাহিতদের উৎসব
খুনের দিকেই পাল্লা ভারী সেই রিপোর্টে। ময়নাতদন্তের অন্তত ২৪ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে অয়নের, তাও উল্লেখ রয়েছে রিপোর্টে। প্রসঙ্গত, দশমীর রাতে বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি অয়ন। একাদশীর দিন তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে বান্ধবী এবং বান্ধবীর মায়ের সঙ্গে ত্রিকোণ প্রেমের ইঙ্গিত। এই ঘটনায় এখনও পর্যন্ত অয়নের বান্ধবী, তাঁর মা, বাবা, ভাই-সহ মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে।