প্রতিবেদন : ফের লোকাল ট্রেন বাতিলের ঘোষণা রেলের। ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কারণে হাওড়া ও শিয়ালদহ শাখায় বাতিল করা হল একগুচ্ছ ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে পূর্ব রেল। এছাড়া বেশকিছু ট্রেন ঘুরপথে চলবে। একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেনের ছাড়ার সময়েও পরিবর্তন করা হয়েছে। এর ফলে ফের একবার হেনস্তার মুখে পড়তে চলেছে আম জনতা।
আরও পড়ুন-এক শহর দুই প্রদর্শনী
রেলের তরফে জানানো হয়েছে, ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে হাও়ডা এবং শিয়ালদা ডিভিশনে ট্রেন বাতিল করা হয়েছে। দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে ১৩১০৬ ডাউন বালিয়া – শিয়ালদা এক্সপ্রেস, ১৩১৬০ ডাউন যোগবাণী – কলকাতা এক্সপ্রেস, ১৫০৫০ গোরখপুর – কলকাতা এক্সপ্রেস এবং ১৩১৫৪ ডাউন মালদা টাউন – শিয়ালদা গৌড় এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে চলবে। যদিও এটাই প্রথম নয়, সপ্তাহ শেষে শিয়ালদহ বা হাওড়া ডিভিশনে পাওয়ার এবং ট্রাফিক ব্লকের কারণে ট্রেন বাতিল এখন কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। হয়রানির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।