কোনও ঘোষণা ছাড়াই পরপর বাতিল মেট্রো (Kolkata Metro)। স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড়। দুর্ভোগের শিকার। এদিকে দমদমে ভিড়ের মধ্যে যাত্রীদের ধাক্কায় স্টেশনে পড়ে যান এক মহিলাও। জখম হন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য।
কবি সুভাষ থেকে দমদমগামী লাইনে পৌনে একটা থেকে ব্যাহত পরিষেবা। কিন্তু কেন পরপর বাতিল মেট্রো (Kolkata Metro) তা নিয়ে কোনও মাথাব্যাথাই নেই মেট্রো কর্তৃপক্ষের। স্টেশনে এনিয়ে কোনও ঘোষণাও করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
আরও পড়ুন- ফেব্রুয়ারিতে ৪ দিন বন্ধ মদের দোকান! সাফ জানলো দিল্লি সরকার
মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিষেবা ঠিক আছে। ট্রেন চলছেই। বেলা ১২টা ৪০ নাগাদ একটি রেক দক্ষিণেশ্বর স্টেশন থেকে প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর আগেই যান্ত্রিক সমস্যা দেখা যায়। এই কারণে সেই সময় রেকটি তখন ছাড়তে পারেনি। পরে ওই রেকের যাত্রীদের নিয়ে অন্য একটি রেক ১২টা ৫০ নাগাদ রওনা দেয়। একটি মেট্রো ছাড়তে পারেনি। ১০ মিনিট পরে অন্যটি ছাড়ে। যাত্রীদের মধ্যে কোনও হুড়োহুড়ি দেখা যায়নি। আমরা প্রতি মুহূর্তে নজর রেখেছি।