শ্বাসরোধ করে খুন! নিউটাউনে নাবালিকার দেহ উদ্ধারে মিলেছে একাধিক তথ্য

Must read

নিউটাউনে (Newtown) নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় একাধিক তথ্য সামনে এসেছে। এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। উঠেছে ধর্ষণের অভিযোগও।

ময়নাতদন্তের রিপোর্টে মিলেছে যৌনাঙ্গে আঘাতের চিহ্ন, নখের আঁচড়ও। আঁচড় রয়েছে নাবালিকার বুকেও। সম্পূর্ণ রিপোর্ট না হাতে আসলে বিষয়টি পরিষ্কার হবে না বলে জানিয়ে দিয়েছেন তদন্তকারীরা। রিপোর্ট থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে

আরও পড়ুন- SET-এর ফল প্রকাশ: সফল ৩২৮২ জন, চলতি বছরের পরীক্ষার ঘোষণাও

ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজে ওই নাবালিকাকে দেখতে পেয়েছে। গৌরাঙ্গ নগর থেকে যাত্রাগাছি এলাকা পর্যন্ত রাস্তায় একটি বাইকে দুই যুবকের সঙ্গে তাকে দেখা গিয়েছে। পুলিশ বাগুইআটি, কেষ্টপুর-সহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তকারীরা মনে করছেন দুই যুবককে পাওয়া গেলেই ঘটনার বিষয়টি জানা যাবে। শুক্রবার সকালে নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন ঝোপ থেকে কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করে পুলিশ।

Latest article