প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পরিকল্পনায় এগোচ্ছে হলদিয়া। গোটা শিল্পাঞ্চল থেকে ঠিকাদাররাজ উচ্ছেদ করে শ্রমিকদরদি, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হলদিয়া গড়ার লক্ষ্যে কাজ করছে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)। সদ্য তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র সভাপতির দায়িত্ব পেয়েছেন শ্রমিক নেতা চন্দন দে (Chandan Sen)। শনিবার হলদিয়ার (Haldia) ১৪টি কারখানার আইএনটিটিইউসি-র নেতৃত্বের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। সেখানেই ঠিক হয়, আগামী সাতদিন ধরে তিনি প্রতিটি কারখানায় গিয়ে সেখানকার নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে মিলিত হবেন। রবিবার সকালে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসে ওই পরিকল্পনা চূড়ান্ত করবেন চন্দন দে ও অন্যান্যরা। সেই সঙ্গে হলদিয়ার কারখানাগুলিতে গিয়ে কারখানার ভিতরে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবেন চন্দন দে-সহ জেলা আইএনটিটিইউসি নেতৃত্ব। গোটা মার্চ মাস জুড়ে এই কর্মসূচি চলবে। এই সভাগুলিতেও উপস্থিত থাকবেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সভার পরই এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দন দে-সহ শ্রমিক নেতারা হলদিয়ার ইন্দোরামা কারখানায় গিয়ে সেখানকার শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও সারেন। পরে জেলার নবনিযুক্ত যুব সভাপতি আসগার আলি পল্টুর অনুরোধে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অন্য শ্রমিক নেতারা যুবদের সম্মেলনেও যোগ দেন।
আরও পড়ুন:বিজেপি শাসিত হরিয়ানায় পুড়িয়ে খুন দুই যুবককে, অভিযুক্তরা বজরং দলের সদস্য
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…