সংবাদদাতা, কোচবিহার : হেরিটেজ প্রকল্পের আওতায় থাকা কোচবিহার এম জেন হাসপাতাল মেডিক্যাল কলেজের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ চলছে কাজ। এবার হাসপাতালের মূল প্রবেশদ্বারের দুটি গেট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার এই প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক ও মেডিক্যাল কলেজের এমএসভিপি সৌরদীপ রায় সহ অ্যাসিস্ট্যান্ট সুপাররা। রঙের প্রলেপে নতুনভাবে সেজে উঠেছে রাজআমলের এই গেট।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন জাগোবাংলা, অভিনন্দন মুখ্যমন্ত্রীর
কোচবিহার এনজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজের স্বাস্থ্যপরিকাঠামো উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে মেডিক্যাল কলেজে ঢোকার মুখে মূল প্রবেশদ্বার সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহার জেলা প্রশাসন সূত্রে খবর, জেলা জুড়ে রাজ আমলের স্থাপত্য ও নিদর্শনগুলিকে চিহ্নিত করে তার সংস্কার ও রক্ষণাবেক্ষণ এর কাজ শুরু করেছে হেরিটেজ কমিটি। সেই তালিকার আওতায় ছিল মেডিক্যাল কলেজের এই প্রাচীন গেট। কোচবিহার এমজেএন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক বলেন জেলা প্রশাসনের এই উদ্যোগকে অসংখ্য ধন্যবাদ। মেডিক্যাল কলেজের এমএসভিপি সৌরদীপ রায় বলেন, নতুনভাবে সেজে উঠেছে মেডিকেল কলেজের গেটটি।