মুম্বই, ১৫ মার্চ : এ যেন হুবহু দু’বছর আগের ফাইনালের অ্যাকশন রিপ্লে! সেবারও ফাইনালে মুম্বইয়ের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল দিল্লির। শনিবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি। টানটান উত্তেজনার মধ্যে দিল্লি ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে মেয়েদের আইপিএল জিতল মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে তৃতীয়বার ডব্লুপিএল জিতল মুম্বই।
আরও পড়ুন-দোলে মহিষাসুরমর্দিনীর পুজো শ্রীরামপুরের দে পরিবারে
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তুলেছিল মুম্বই। শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। স্কোরবোর্ডে মাত্র ১৪ রান উঠতে না উঠতেই প্যাভিলিয়নে ফিরে যান যস্তিকা ভাটিয়া (৮) ও হেইলে ম্যাথুজ (৩)। তবে ওপেনারদের ব্যর্থতা অনেকটাই ঢেকে দিয়েছিলেন হরমনপ্রীত কৌর ও ন্যাট শিভার ব্রান্ট। তৃতীয় উইকেটে দু’জনে মিলে ৬২ বলে ৮৯ রান যোগ করে পরিস্থিতি সামাল দেন। হরমন মাত্র ৩৩ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। কিন্তু শিভার ২৮ বলে ৩০ রান করে আউট হতেই ছন্দপতন! অ্যামিলিয়া কের (২) ও সঞ্জীবন সাজানা (০) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। তবে ৪৪ বলে ৬৬ করে দলকে লড়াই করার মতো রানে পৌঁছে দিয়েছিলেন হরমন। দিল্লির মারিজানে কাপ, শ্রী চারানি ও জেস জোনাসেন ২টি করে উইকেট দখল করেন।
পাল্টা ব্যাট করতে নেমে, ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানেই আটকে গেল দিল্লি। দুর্ভাগ্য দিল্লির। এই নিয়ে টানা তিনটে বছর ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে শেফালি ভার্মাদের। সর্বোচ্চ ৪০ (২৬ বলে) করলেন কাপ। ২১ বলে ৩০ রান জেমাইমা রডরিগেজের। ২৩ বলে ২৫ করে নট আউট থাকেন নিকি প্রসাদ। মুম্বইয়ে শিভার ৩টি ও কের ২টি উইকেট দখল করেন।