মিঠুনের বেআইনি বাড়ি ভাঙবে মুম্বই কর্পোরেশন

এমনকী, পুরনিগমের অনুমতি ছাড়া বহুতল নির্মাণের যথোপযুক্ত কারণ না দেওয়া হলে, মিঠুনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হতে পারে।

Must read

প্রতিবেদন : পুরনিগমের নিয়ম না মেনে অবৈধ নির্মাণের অভিযোগে বিদ্ধ মিঠুন চক্রবর্তী। মুম্বইয়ের মালাড মাধ এলাকায় মিঠুনের বাংলো অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। ইতিমধ্যেই বৃহন্মুম্বই পুরনিগমের তরফে শোকজ নোটিশ পাঠিয়ে জবাব চাওয়া হয়েছে বিজেপি-ঘনিষ্ঠ অভিনেতার কাছে। জবাব না পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-একশো দিনের কাজের টাকা চুরি, জেলে মোদিরাজ্যের মন্ত্রীর ছেলে

এমনকী, পুরনিগমের অনুমতি ছাড়া বহুতল নির্মাণের যথোপযুক্ত কারণ না দেওয়া হলে, মিঠুনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হতে পারে। বৃহন্মুম্বই পুরনিগম সূত্রে খবর, গত সপ্তাহে মুম্বইয়ের মাধ এলাকায় সমীক্ষা চালিয়ে কমপক্ষে ১২০টি অবৈধ নির্মাণকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে বহু বিলাসবহুল বাংলোও। সেই তালিকাতেই নাম জুড়েছে মিঠুনের। এরাঙ্গেল গ্রামের হীরাদেবী মন্দিরের কাছে মিঠুনের বহুতলের নিচতলাটি ইট, কাঠ, কাচ দিয়ে নির্মাণ হয়েছে। কিন্তু এর জন্য পুরনিগমের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ। তাই গত ১০ মে মিঠুনকে নোটিশ পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে। অনুমতি ছাড়া কেন এই নির্মাণ হল, ওই নির্মাণস্থল কীভাবে কাজে লাগানো হচ্ছে— সে সংক্রান্ত জবাব দিতে হবে বিজেপি নেতা-অভিনেতাকে। শো কজের জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা নেবে পুরনিগম কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বাড়ি ভেঙে দেওয়া, মোটা অঙ্কের জরিমানা, কিংবা হাজতবাসের সাজাও হতে পারে বিজেপির ধামাধারী মিঠুনের। যদিও মিঠুন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

Latest article