জাতীয়

মিঠুনের বেআইনি বাড়ি ভাঙবে মুম্বই কর্পোরেশন

প্রতিবেদন : পুরনিগমের নিয়ম না মেনে অবৈধ নির্মাণের অভিযোগে বিদ্ধ মিঠুন চক্রবর্তী। মুম্বইয়ের মালাড মাধ এলাকায় মিঠুনের বাংলো অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। ইতিমধ্যেই বৃহন্মুম্বই পুরনিগমের তরফে শোকজ নোটিশ পাঠিয়ে জবাব চাওয়া হয়েছে বিজেপি-ঘনিষ্ঠ অভিনেতার কাছে। জবাব না পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-একশো দিনের কাজের টাকা চুরি, জেলে মোদিরাজ্যের মন্ত্রীর ছেলে

এমনকী, পুরনিগমের অনুমতি ছাড়া বহুতল নির্মাণের যথোপযুক্ত কারণ না দেওয়া হলে, মিঠুনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হতে পারে। বৃহন্মুম্বই পুরনিগম সূত্রে খবর, গত সপ্তাহে মুম্বইয়ের মাধ এলাকায় সমীক্ষা চালিয়ে কমপক্ষে ১২০টি অবৈধ নির্মাণকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে বহু বিলাসবহুল বাংলোও। সেই তালিকাতেই নাম জুড়েছে মিঠুনের। এরাঙ্গেল গ্রামের হীরাদেবী মন্দিরের কাছে মিঠুনের বহুতলের নিচতলাটি ইট, কাঠ, কাচ দিয়ে নির্মাণ হয়েছে। কিন্তু এর জন্য পুরনিগমের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ। তাই গত ১০ মে মিঠুনকে নোটিশ পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে। অনুমতি ছাড়া কেন এই নির্মাণ হল, ওই নির্মাণস্থল কীভাবে কাজে লাগানো হচ্ছে— সে সংক্রান্ত জবাব দিতে হবে বিজেপি নেতা-অভিনেতাকে। শো কজের জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা নেবে পুরনিগম কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বাড়ি ভেঙে দেওয়া, মোটা অঙ্কের জরিমানা, কিংবা হাজতবাসের সাজাও হতে পারে বিজেপির ধামাধারী মিঠুনের। যদিও মিঠুন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

6 seconds ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

36 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

45 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago