কোয়েম্বাটোর, ২৬ অগাস্ট : বুচিবাবু টুর্নামেন্টে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে মুম্বই ও তামিলনাড়ু। ঘরের মাঠে সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজের আগে এই টুর্নামেন্টের গুরুত্ব অপরিসীম।
শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব ও মুম্বই অধিনায়ক সরফরাজ খানের দিকে নজর থাকবে সবার। শ্রেয়স গত ফেব্রুয়ারির পর আর কোনও টেস্ট খেলেননি। ১৪টি টেস্ট খেলে তিনি নিজের জায়গা পাকা করতে পারেননি। সরফরাজও বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল শুরু করার পর বাংলাদেশ সিরিজে দলে থাকবেন কিনা প্রশ্ন রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ইনিংসে ২০০ রান করেছিলেন তিনি। সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরি। বিরাট কোহলি, ঋষভ পন্থ ও কে এল রাহুল বিভিন্ন কারণে ইংল্যান্ড সিরিজে খেলেননি। কিন্তু এই তিন জনকেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বুচিবাবু টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সরফরাজদের কাছে। ভাল করলে নির্বাচকদের দরজায় কড়া নাড়তে পারবেন।
আরও পড়ুন-অযথা বাজার গরমের চেষ্টা
নজর থাকবে সূর্যকুমারের দিকেও। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারত জিতেছে তাঁর নেতৃত্বে। সূর্য একদিনের দলে নেই। টেস্টেও তাঁর কথা ভাবা হচ্ছে না। কিন্তু তিনি তিন ফর্ম্যাটেই দলে থাকতে চান। ২০২৩-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন সূর্য। কিন্তু ছাপ ফেলতে পারেননি। তাঁর জন্য লাল বলের ক্রিকেটে বড় কিছু করতে হলে ভাল খেলতে হবে বুচিবাবু ও দলীপ ট্রফিতে। দলীপ ট্রফি শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর থেকে। সূর্য দলীপেও খেলবেন।
তামিলনাড়ু একাদশের নেতৃত্ব দেবেন আর সাই কিশোর। তিনি গত রঞ্জি মরশুমে সবথেকে বেশি উইকেট নিয়েছিলেন। তাঁর দলে বাবা ইন্দ্রজিৎ, পি বিদ্যুতের মতো ক্রিকেটাররা রয়েছেন।