মুম্বই, ৩০ এপ্রিল : সব দিক থেকে ছিল স্পেশাল ম্যাচ। আইপিএলের সহস্রতম ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স (RR vs MI) অধিনায়ক রোহিত শর্মার কাছেও ছিল বিশেষ। ক্যাপ্টেনের ৩৬তম জন্মদিন পালন করে ওয়াংখেড়েতে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। রোহিতের কাছে বিশেষ আবদার ছিল সমর্থকদের, একটা সেঞ্চুরি চাই। কিন্তু সেঞ্চুরি করে রোহিতের মঞ্চ মাতিয়ে দেন রাজস্থানের তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। আর রোহিত রান না-পাওয়ায় গ্যালারিতে হতাশা থাকলেও শেষ ওভারে রুদ্ধশ্বাস থ্রিলার জিতে বাজিমাত করল রোহিতের মুম্বই। কাজে এল না যশস্বীর দুরন্ত সেঞ্চুরি। দিনের শেষে মুম্বইয়ের (RR vs MI) জয়ের নায়ক টিম ডেভিড। মুম্বই জিতল ৬ উইকেটে।
২১ বছরের যশস্বী ওপেন করতে নেমে মাত্র ৫৩ বলে সেঞ্চুরি হাঁকান। তাঁর মাত্র ৬২ বলে ১২৪ রানে ভর করে রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তোলে ২১২/৭। জবাবে সূর্যকুমার যাদব (৫৫) ও ক্যামেরন গ্রিনের (৪৪) লড়াইয়েও পিছিয়ে পড়েছিল মুম্বই। কিন্তু তিলক ভার্মাকে (২১ বলে ২৯) সঙ্গে নিয়ে শেষ ওভারে ম্যাচ ফিনিশ করেন ডেভিড (১৪ বলে ৪৫) । শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল মুম্বইয়ের। জেসন হোল্ডারের প্রথম তিন বলেই তিন ছক্কা হাঁকিয়ে মুম্বইকে জিতিয়ে দেন ডেভিড। হারের হ্যাটট্রিক আটকে ৮ পয়েন্ট নিয়ে সাতে মুম্বই। রাজস্থান তিন নম্বরে।
আরও পড়ুন- প্রো-বক্সিংয়ে চোখ মেরির
ওয়াংখেড়েতে ১০০০তম ম্যাচের আগে দু’দলের দুই অধিনায়ক রোহিত ও সঞ্জু স্যামসনের হাতে স্মারক তুলে দেন বোর্ড সচিব জয় শাহ। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর কিংবদন্তি শচীন তেন্ডুলকর এবং রাজস্থানের হেড কোচ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারাকেও সম্মানিত করে বোর্ড।
হাজারতম আইপিএল ম্যাচের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে উচ্ছ্বসিত শচীন। বলেন, ‘‘১০০০ ম্যাচ! দারুণ ব্যাপার। সময় কত দ্রুত বয়ে গেল। বিরাট অভিনন্দন বিসিসিআই-কে। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমের কথা মনে পড়ছে। আমি তার অংশ ছিলাম। এখন আলাদা আকার নিয়েছে টুর্নামেন্ট।’’