জ্যাকসের দাপটে জয়ী মুম্বই

সানরাইজার্স হায়দরাবাদ ১৬২/৫ (২০ ওভার) মুম্বই ইন্ডিয়ান্স ১৬৬/৬ (১৮.১ ওভার)

Must read

মুম্বই: ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে মুম্বই ইন্ডিয়ান্স (sunrisers-hyderabad)। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়ে চলতি আইপিএলে টানা দ্বিতীয় জয়ের মুখ দেখলেন হার্দিক পান্ডিয়ারা। জয়ের নায়ক উইল জ্যাকস। বল হাতে ৩ ওভারে ১৪ রানে ২ উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে ২৬ বলে ৩৬ রান করে দু’দলের মধ্যে ব্যবধান গড়ে দেন তিনি।
খেলা শুরু হওয়ার আগে আইপিএলে টানা ১৮তম মরশুম খেলার জন্য রোহিত শর্মার হাতে বিশেষ স্মারক তুলে দিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। তবে এই ম্যাচেও বড় রান করতে ব্যর্থ হিটম্যান। শুরুটা ভাল করেও ১৬ বলে ২৬ রান করে আউট হলেন। তাঁর ওপেনিং জুটি রায়ান রিকেলটন আউট হলেন ২৩ বলে ৩১ করে। সূর্যকুমার যাদব ক্রিজে এসেই চালিয়ে খেলছিলেন। কিন্তু ১৫ বলে ২৬ করে তিনিও প্যাভিলিয়নে ফেরেন কামিন্সের দ্বিতীয় শিকার হয়ে। এরপর জ্যাকস আউট হলেও জয় আটকায়নি। বাকি কাজটা অনায়াসে করে দেন হার্দিক ও তিলক ভার্মা। হার্দিক ৯ বলে ২১ করে যখন আউট হলেন, মুম্বই তখন জয় থেকে মাত্র এক রান দূরে। তিলক ১৭ বলে ২১ করে নট আউট থেকে যান।

আরও পড়ুন- এলাকার মানুষের আস্থা ফিরে আসুক, রাজ্যপালকে বলব পরে যান, শান্তি ফিরলে মুর্শিদাবাদে যাব : মুখ্যমন্ত্রী

এর আগে হায়দরাবাদের ইনিংস শুরু হয়েছিল চরম নাটকীয়ভাবে। দীপক চাহারের প্রথম বলেই অভিষেক শর্মার ক্যাচ ফেলেন স্লিপে দাঁড়ানো উইল জ্যাকস। এরপর চতুর্থ বলে ট্রাভিস হেডের ক্যাচ ফসকান শর্ট মিড উইকেটে দাঁড়ানো কর্ণ শর্মা। শুরুতেই জীবনদান পেলেও রান তোলার গতি খুব একটা বাড়াতে পারেননি অভিষেক ও হেড। এই জুটি ভাঙেন হার্দিক। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বল করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান হার্দিক। যদিও ফিজিওর শুশ্রূষার পর উঠে দাঁড়িয়ে পরের বলেই প্যাভিলিয়নে ফেরান ২৮ বলে ৪০ রান করা অভিষেককে।
পুরনো দলের বিরুদ্ধে ব্যর্থ ঈশান কিশান। মাত্র ২ রান করে জ্যাকসের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। হার্দিকের দ্বিতীয় ওভারে ফের জীবন পান হেড। এবার লেগ বিফোর উইকেট হয়েও নো বলের জন্য বেঁচে যান বাঁ হাতি অস্ট্রেলীয় ওপেনার। শেষ পর্যন্ত ২৯ বলে ২৮ রান করে জ্যাকসের দ্বিতীয় শিকার হন হেড। রানের গতি বাড়াতে পারেননি নীতীশ রেড্ডিও। তিনি ২১ বলে ১৯ রান করে আউট হন। হেনরিখ ক্লাসেন ২৮ বলে ৩৭ না করলে, হায়দরাবাদের রান দেড়শোও হত না। শেষ দিকে ৮ বলে অপরাজিত ১৮ করেন অঙ্কিত ভার্মা।

Latest article