হেরে চাপ আরও বেড়ে গেল রোহিতদের

Must read

শারজা, ২ অক্টোবর : টানটান উত্তেজনার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস। এর ফলে প্লে-অফের রাস্তাটা আরও কঠিন হল রোহিত শর্মাদের। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়নরা আপাতত ছ’নম্বরে। যা পরিস্থিতি, তাতে শেষ দুটো ম্যাচ মুম্বইকে জিততেই হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে কেকেআর ও পাঞ্জাব কিংসের পারফরম্যান্সের দিকে।

দিল্লির বোলারদের দাপটে প্রথম ব্যাট করে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলতে ব্যর্থ হয়েছিলেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা। রোহিত (৭) ফের হতাশ করেন। আশা জাগিয়ে শুরু করেও ২৬ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন সূর্যকুমার যাদব। রান পেলেন না কায়রন পোলার্ড (৬) ও হার্দিক পান্ডিয়াও (১৭)। দিল্লির বোলারদের মধ্যে তিনটি করে উইকেট দখল করেন অক্ষর প্যাটেল ও আবেস খান।
পাল্টা রান তাড়া করতে নেমে, মাত্র ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল দিল্লি। পৃথ্বী শ (৬), শিখর ধাওয়ান (৮) ও স্টিভ স্মিথ (৯০ দলকে ভরসা দিতে ব্যর্থ। চাপ আরও বাড়ে ঋষভ পন্থ (২২ বলে ২৬) ও অক্ষর প্যাটেল (৯) আউট হলে। একটা সময় তো ৯৩ রানেই ৬ উইকেট পড়ে গিয়েছিল। যদিও শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন অসমাপ্ত সপ্তম উইকেটে ৩৯ রান যোগ করে দলকে জয় এনে দেন। শ্রেয়স ৩৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। অশ্বিনের অবদান ২১ বলে অপরাজিত ২০।

Latest article