প্রতিবেদন: ২৬/১১ মুম্বই জঙ্গিহানার মূল ষড়যন্ত্রকারী তাহাউর হুসেন রানাকে (Tahawur Rana) আমেরিকা থেকে ফিরিয়ে আনা হল ভারতে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তাকে নিয়ে বিশেষ বিমান অবতরণ করে দিল্লি বিমানবন্দরে। সেখানে তাকে গ্রেফতার করে এনআইএ। এক বিবৃতিতে জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তারা জানিয়েছে, ২০০৮-এর ওই ঘটনার মূল চক্রীকে বেশ কয়েকবছর ধরেই বিচারের আওতায় আনার চেষ্টা চলছিল। তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে স্পষ্ট করে বলা হয়নি কিছুই। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হতে পারে এনআইএ দফতরে। রাখা হতে পারে বিশেষ কুঠুরিতে। নিয়ে যাওয়া হতে পারে তিহার জেলেও। কড়া নিরাপত্তার বেড়াজালে। প্রথমে তাকে পেশ করা হতে পারে দিল্লির পাতিয়ালা আদালতে।
আরও পড়ুন- ব্যাপক ঝড়বৃষ্টি বিহারে, ৭ জেলায় বজ্রপাতে মৃত্যু হল ১৯ জনের, জখম অনেকে