নবি মুম্বই, ৯ জানুয়ারি : নাদিন ডি’ক্লার্ক। শুক্রবার ডব্লুপিএলের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে নজর কাড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। বল হাতে ২৬ রানে ৪ উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে ৪৪ বলে অপরাজিত ৬৩ রান! নিটফল, গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তুলেছিল মুম্বই। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান তুলে ম্যাচ জিতে নেয় আরসিবি।
আরও পড়ুন-দিল্লিতেও প্রতিবাদ
শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ৬৭ রানেই ৪ উইকেট খুইয়ে বসেছিল মুম্বই। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন নিকোলা কেরি ও সজীবন সাজানা। দু’জনে মিলে ৪৯ বলে ৮২ রান যোগ করে মুম্বইকে লড়াই করার মতো রানে পৌঁছে দিয়েছিলেন। সাজানা ২৫ বলে ৪৫ করে আউট হন। কেরির অবদান ২৯ বলে ৪০।
রান তাড়া করতে নেমে শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন আরসিবির দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও গ্রেস হ্যারিস। কিন্তু স্মৃতি ১৩ বলে ১৮ ও হ্যারিস ১২ বলে ২৫ করে আউট হতেই বিপর্যয়ের শুরু। ওই পরিস্থিতে একা কুম্ভের মতো লড়ে নাটকীয় জয় ছিনিয়ে নিলেন ডি’ক্লার্ক। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৮ রানের। টান টান উত্তেজনার মধ্যে জয় এনে দেন ডি’ক্লার্ক। অবশ্য তাঁর দুটো ক্যাচ ও একটি রান আউট মিস করেছিল মুম্বই। তারই খেসারত দিতে হল ম্যাচ হেরে।

