বুমরা ফিরলেও মুম্বই সেই হারেই

আইপিএল এগোচ্ছে। রোহিতের কপাল ফিরছে না। সোমবার ১৭ করে ফিরে গেলেন যশ দয়ালের বলে। চোটের জন্য বিশ্রাম নিয়েছিলেন।

Must read

মুম্বই, ৭ এপ্রিল : আইপিএল এগোচ্ছে। রোহিতের কপাল ফিরছে না। সোমবার ১৭ করে ফিরে গেলেন যশ দয়ালের বলে। চোটের জন্য বিশ্রাম নিয়েছিলেন। এদিন ফিরলেন। এবং ফিরে গেলেন খালি হাতে। জিতল না মুম্বই ইন্ডিয়ান্সও। ২০১৫-র পর ওয়াংখেড়েতে প্রথম জিতল আরসিবি। তাদের জয় ১২ রানে।
অথচ মুম্বইয়ের জেতার সুযোগ ছিল। সেটা তিলক ভার্মা (৫৬) ও হার্দিক পান্ডিয়ার (৪২) জন্য। ১৫ বলের ইনিংসে ম্যাচ প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন হার্দিক। কিন্তু তিনি আউট হওয়ার পর কেউ মুম্বইকে টেনে নিয়ে যেতে পারেনি। তার আগে জ্যাকস ২২ আর সূর্যকুমার যাদব ২৮ রান করে লড়াইয়ের আবহ তৈরি করেছিলেন। কিন্তু হার্দিক ফিরে যাওয়ার পর শেষ ওভারে ১৯ রান দরকার ছিল মুম্বইয়ের। যা হয়নি। ক্রুনাল পান্ডিয়া ৪৫ রানে ৪ উইকেট নিয়ে মুম্বইয়ের জয়ের আশায় জল ঢেলে দিয়েছেন।

আরও পড়ুন-আইএসএল ফাইনালে মোহনবাগান, অপুইয়ার গোলায় বাজিমাত

৯২ দিন পর ৯৩ নম্বর জার্সি পরে সোমবার মাঠে ফেরেন জসপ্রীত বুমরা। খেলবেন যে, ইঙ্গিত আগের দিন দিয়েছিলেন কোচ জয়বর্ধনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের শেষদিন গুরুত্বপূর্ণ সময়ে বল করতে পারেননি বুমরা। তারপর থেকে ঠিকানা ছিল বাড়ি আর এনসিএ। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তবে মুম্বই চারটি ম্যাচ খেলে ফেলার পর বুমরা নামলেন। টসের সময় অধিনায়ক হার্দিক বলছিলেন, বুমরা দলে ফিরেছে। রোহিতও। আমাদের শক্তি অনেক বেড়ে গেল।
হার্দিক অবশ্য বুমরাকে ১ ওভার বল করিয়ে সরিয়ে নিয়েছিলেন। বুমরা দেন ১০ রান। প্রথম ১০ ওভারে মুম্বই সাত বোলার ব্যবহার করেছে। কিন্তু ট্রেন্ট বোল্ট দ্বিতীয় বলে সল্টকে (৪) তুলে নেওয়ার পর থেকে ৯৫ রান পর্যন্ত আর উইকেট ছিল না। ওই রানেই পারিকাল (৩৭) আউট পুথুরের বলে। বিরাট কোহলি ততক্ষণে হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন। বুমরা বনাম বিরাট দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিল ওয়াংখেড়ে। বিরাট ৪২ বলে ৬৭ রান করেছেন।
বুমরাকে খুব সাবধানে ব্যবহার করেন হার্দিক। দ্বিতীয় স্পেলেও এক ওভারের বেশি বল করাননি। শেষমেশ ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেট পাননি তিনি। এর আগে হার্দিক লিভিংস্টোনকে (০) ফিরিয়েছেন প্রথম বলে। আরসিবি অবশ্য এরপরও ২০ ওভারে ৫ উইকেটে ২২১ রান তুলেছে পাতিদারের (৬৪) জন্য। শেষদিকে জীতেশ শর্মা নট আউট ৪০ রানে।

Latest article