ইডেনের ম্যাচে সুবিধা মুম্বইয়ের

হরিয়ানার দুই স্পিনার নিশান্ত সান্ধু ও অংশুল কম্বোজ ঘরের মাঠে খুব ভাল বল করেছেন। অংশুল কেরলের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছেন।

Must read

প্রতিবেদন : শনিবার থেকে ইডেনে শুরু হচ্ছে মুম্বই-হরিয়ানা রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। রোহতকের লাহলি থেকে ইডেনে ম্যাচ সরে আসায় সুবিধা হয়েছে সূর্যকুমার যাদবদের। যেহেতু হোম অ্যাডভান্টেজ নিয়ে হরিয়ানা লাহলিতে এবার দুটি ম্যাচ জিতেছে। একটি ম্যাচ ড্র করেছিল।

আরও পড়ুন-বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৪, রিপোর্ট তলব নবান্নর

হরিয়ানার দুই স্পিনার নিশান্ত সান্ধু ও অংশুল কম্বোজ ঘরের মাঠে খুব ভাল বল করেছেন। অংশুল কেরলের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছেন। নিশান্তও মরশুমে ঘরের মাঠে ১১টি উইকেট নিয়েছেন। কিন্তু ইডেনের উইকেট তাঁদের সাহায্য করবে না বলেই মনে করা হচ্ছে। ইডেনে এবার বল যে খুব বেশি টার্ন করছে না সেটা পাঞ্জাব-বাংলা ম্যাচে বোঝা গিয়েছে। এবার ইডেনে যে দুটি ম্যাচ হয়েছে তাতে প্রচুর রান উঠেছে। ফলে শক্তিশালী মুম্বই ব্যাটিং লাইন-আপের সামনে সমস্যায় পড়তে পারেন নিশান্ত-অংশুলরা। শুক্রবার ইডেনে মুম্বই অপশনাল প্র্যাকটিস করেছে। প্রায় ঘণ্টা দেড়েক। তাদের নেটে বাংলার অনূর্ধ্ব ২৩ স্পিনার প্রিয়াংশু প্যাটেল বল করেন। তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন সূর্যকুমার যাদব। তাঁর কাছে এটা পুরনো ঘরে ফেরার মতো। চার মরশুম তিনি কেকেআরের হয়ে খেলেছেন। মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে এবার কেকেআরে নাম লিখিয়েছেন। তিনি এখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মুম্বই দলে রয়েছেন শিবম দুবে, শার্দূল ঠাকুরের মতো অলরাউন্ডারও। তবে যশস্বী জয়সওয়ালকে পাচ্ছে না মুম্বই। এই মুহূর্তে তিনি ভারতের একদিনের দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন। তিনি খেললে চাপ বাড়ত হরিয়ানার। তবু মুম্বই দলের বোলিং পরামর্শদাতা ধবল কুলকার্নি জানান, সূর্যর মতো জাতীয় দলের অধিনায়ক খেলায় জুনিয়ররা উৎসাহ পাবে।

Latest article