সপ্তশৃঙ্গ জয়ের বিশ্বরেকর্ড সর্বকনিষ্ঠা মুম্বইয়ের কাম্যার

এই বছর ২৪ ডিসেম্বর সকালে আন্টার্কটিকার মাউন্ট ভিনসনের (৪৮৯২ মিটার) চূড়ায় পা রাখার সঙ্গে সঙ্গে কাম্যার সাত মহাদেশের সফর শেষ হয়।

Must read

মাত্র ১৭ বছর বয়সে নেশার তাগিদে বাবার সঙ্গে পাহাড় চড়া। ২৪ ডিসেম্বর আন্টার্কটিকার (Antarctica) মাউন্ট ভিনসনের চূড়ায় পা রাখার পরেই বিশ্বের সর্বকনিষ্ঠা নারী হিসাবে সাত মহাদেশের সাত শৃঙ্গ জয়ের নজির গড়ে ফেললেন মুম্বইয়ের কাম্যা। কাম্যা কার্তিকেয়ন মুম্বইয়ের বাসিন্দা কাম্যা ইন্ডিয়ান নেভি চিলড্রেন্‌স স্কুলের ছাত্রী। তাঁর বাবা এস কার্তিকেয়ন ভারতীয় নৌসেনার কম্যান্ডার পদে রয়েছেন।

আরও পড়ুন-মোদীরাজ্যে রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিকে চার শ্রমিকের মৃত্যু

১৩ বছর বয়সে বাবার সাহায্যেই পর্বতারোহণ শুরু। ২০১৭ সালে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো (৫৮৯৫ মিটার) জয়। ২০২০ সালে বিশ্বের সর্বকনিষ্ঠা নারী হিসাবে দক্ষিণ আমেরিকার মাউন্ট আকঙ্কাগুয়া (৬৯৬১ মিটার) জয় করেন তিনি। এরপর এই বছরের মে মাসে নেপালের দিক দিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট (৮৮৪৮ মিটার) জয় করেছেন কাম্যা। সর্বকনিষ্ঠা নারী হিসাবে নেপালের দিক দিয়ে এভারেস্টে চড়ার নজির গড়ে তোলেন ১৬ বছর বয়সি কাম্যা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাউন্ট কোসিয়াজ়কো (২২২৮ মিটার), উরোপের মাউন্ট এলব্রাস (৫৬৪২ মিটার), উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি (৬১৯৪ মিটার) জয় করেছেন তিনি। এই বছর ২৪ ডিসেম্বর সকালে আন্টার্কটিকার মাউন্ট ভিনসনের (৪৮৯২ মিটার) চূড়ায় পা রাখার সঙ্গে সঙ্গে কাম্যার সাত মহাদেশের সফর শেষ হয়।

কাম্যা ও তার বাবাকে এই মর্মে অভিনন্দন জানিয়েছে ভারতীয় নৌসেনা। নৌসেনার একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই জয় শুধু নৌসেনার জন্যই নয়, ভারতের জন্যও গর্বের!’’

Latest article