পুরসভার সুইমিং পুলে লাগবে লাইসেন্স ফিজ

তাই এবার সাঁতার শেখাতে গেলে প্রশিক্ষণদাতার থেকেই বছরে নির্দিষ্ট লাইসেন্স ফি নেওয়া হবে বলে জানিয়েছেন মহানাগরিক।

Must read

প্রতিবেদন : পুরসভার পুকুর কিংবা সুইমিং পুলে সাঁতার শেখাতে গেলে এবার দিতে হবে লাইসেন্স ফিজ! শুক্রবার কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। অনেকেই পুরসভার পুকুর কিংবা সুইমিং পুলে সাঁতার শেখান কোনও লাইসেন্স ফি ছাড়াই। সেক্ষেত্রে পুকুরের রক্ষণাবেক্ষণের খরচপাতি বহন করতে হয় পুরসভাকেই। তাই এবার সাঁতার শেখাতে গেলে প্রশিক্ষণদাতার থেকেই বছরে নির্দিষ্ট লাইসেন্স ফি নেওয়া হবে বলে জানিয়েছেন মহানাগরিক।

আরও পড়ুন-স্বস্তির ড্র মহামেডানের

এদিন মেয়র বলেন, যাঁরা পুরসভার পুকুরগুলিতে সাঁতার শেখান, তাঁদের ৫০ হাজার টাকা করে দিতে হবে। আর যাঁরা পুরসভার তৈরি করে দেওয়া সুইমিং পুলে সাঁতারের প্রশিক্ষণ দেন, তাঁদের বছরে ১ লক্ষ টাকা করে দিতে হবে। কারণ, এইসব পুকুর কিংবা সুইমিং পুলে অনেকরকম রক্ষণাবেক্ষণের খরচ থাকে। আমি নিজেও একটি ছোট সুইমিং ক্লাব চালাই। ওয়াকফ থেকে জায়গাটা নিয়েছি। তার জন্য আমিও বছরে ২ লক্ষ টাকা করে দিই।

Latest article