পুরসভার কাজের রিপোর্ট কার্ড দেওয়া হবে নাগরিকদের হাতে

একবছরে শিলিগুড়ি শহরে তৃণমূল বোর্ডের হাত ধরে বিজ্ঞানসম্মত উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা নবীকরণের ডাম্পিং গ্রাউন্ড বাস্তবায়ন।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পুরসভার বর্ষপূর্তি। কাজের রিপোর্ট কার্ড তৈরি করতে উদ্যোগী মেয়র গৌতম দেব। চলতি মাসের ২২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরসভার নতুন বোর্ডের বর্ষপূর্তি হতে চলেছে। ইতিমধ্যেই নতুন বোর্ডের বর্ষপূর্তির দিনই বোর্ডের ক্ষমতাধীন এক বছর এবং প্রশাসক বোর্ডের দায়িত্বে থাকা অতিরিক্ত ছয়মাস সময়কালের পুরসভার উন্নয়নমূলক কাজের বিস্তারিত রিপোর্ট কার্ড শ্বেতপত্র আকারে প্রকাশের কথা জানিয়েছেন মেয়র গৌতম দেব।

আরও পড়ুন-পুনর্বাসন দিতে চায় পুরসভা, বাধা রেলের

একবছরে শিলিগুড়ি শহরে তৃণমূল বোর্ডের হাত ধরে বিজ্ঞানসম্মত উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা নবীকরণের ডাম্পিং গ্রাউন্ড বাস্তবায়ন। শহরের পানীয় জলের দীর্ঘদিনের সমস্যার সমাধানে ৫০০ কোটির ১৩৫ এমএলডির মেগা জলপ্রকল্প, শহরের লাইফলাইন মহানন্দাকে বাঁচাতে এসটিপি প্ল্যান্ট-এর মতো একাধিক বড় প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বাম আমল থেকে চূড়ান্ত হেনস্তার পরিবর্তে কর, জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ থেকে সম্পত্তি কর, জলকর, হাতের মুঠোয় অনলাইন পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে নাগরিকদের। ২০২১-এর প্রশাসক বোর্ড-এর ছয়মাসের সময়কাল থেকে দুই বছরের যাবতীয় পুঙ্খানুপুঙ্খ কাজের হিসেব তুলে দেওয়া হবে নাগরিকদের হাতে। আর তারসঙ্গে টক টু মেয়র ও প্রশাসক বোর্ডের ছয় মাসের সময়কালে টক টু চেয়ারম্যান অনুষ্ঠানের মধ্য দিয়ে ফোনের মাধ্যমে জনতার দরবার থেকে উঠে আসা একাধিক সমস্যা সমাধানের রিপোর্ট কার্ডও বই আকারে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।

Latest article