বেআইনিভাবে গড়ে ওঠা ক্লাব, দোকান ভেঙে দিল পুরসভা

একবার গড়ে ফেললে আর ভাঙা পড়বে না, এমন একটা বিশ্বাস বেআইনি নির্মাণকারীদের মধ্যে আছে। সেই বিশ্বাসে চরম আঘাত হানল বর্ধমান পুরসভা।

Must read

সংবাদদাতা, বর্ধমান : একবার গড়ে ফেললে আর ভাঙা পড়বে না, এমন একটা বিশ্বাস বেআইনি নির্মাণকারীদের মধ্যে আছে। সেই বিশ্বাসে চরম আঘাত হানল বর্ধমান পুরসভা। শহরের পারবিরহাটা এলাকায় অবৈধভাবে নির্মিত একটি ক্লাবঘর এবং বিরিয়ানির দোকান মঙ্গলবার জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল তারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন বর্ধমান পুরসভার ল অফিসার তন্ময় তা জানিয়েছেন, নেতাজি সংঘ ক্লাব একটি ব্যবসায়িক সংস্থার সঙ্গে চুক্তি করে একটি বেআইনি নির্মাণ করে। এখানে একটা বিবেকানন্দের মূর্তি ছিল, সেটি সরিয়ে দিয়েছে। বারবার কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে, ওরা শোনেনি।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারকে নিয়েও ভাবুক কিবু

হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বারবার ভেঙে দিতে বলা হলেও কান দেয়নি। শেষমেশ পুর বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আজ ভেঙে দেওয়া হবে। এই জায়গার কোনও কাগজপত্র নেই। ছোট ক্লাব করে চলছিল, কিছু বলা হয়নি। কিন্তু সেটাই যখন বড় আকারে ব্যবসায়িক কাজে নির্মাণ করা হয়েছে তখন পদক্ষেপ নেওয়া হয়েছে। চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, দীর্ঘদিনের অভিযোগ ছিল, সরকারি জায়গায় ব্যবসায়ীর সঙ্গে যুক্ত হয়ে বেআইনি নির্মাণ করা হচ্ছে। বারবার পুরসভার পক্ষে কাজ বন্ধের নোটিশ, শোকজ করা হয়েছে। থানায় অভিযোগ করা হয়েছে। ওরা কোনও নির্দেশই মানেনি। হাইকোর্টেও গিয়েছিল। লাভ হয়নি। এব্যাপারে ক্লাব কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Latest article