রাসচক্রশিল্পীর পাশে পুরপ্রধান

বংশ পরম্পরায় ঐতিহ্যবাহী রাসচক্র নির্মাণকারী আলতাফ মিঞার পাশে দাঁড়ালেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

Must read

সংবাদদাতা, কোচবিহার : বংশ পরম্পরায় ঐতিহ্যবাহী রাসচক্র নির্মাণকারী আলতাফ মিঞার পাশে দাঁড়ালেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রাস উৎসবের মূল আকর্ষণ রাসচক্র, সেই রাসচক্র বংশ পরম্পরায় তিন পুরুষ ধরে তৈরি করে আসছেন মুসলিম এক পরিবার।

আরও পড়ুন-দেওয়াল কেটে ব্যাঙ্কে চুরি

কোচবিহার গুড়িয়াহাটি ২ নম্বর গ্রামপঞ্চায়েতের ছাট গুড়িয়াহাটি নেতাজি স্কোয়্যারে বাঁধের পাশে বাড়িতে সপরিবারে রাসচক্র তৈরিতে ব্যস্ত আলতাফ মিঞা ও তাঁর পরিবার৷ আলতাফ মিঞা দেবত্র ট্রাস্ট বোর্ডের আওতায় অস্থায়ী চাকরি করেন। সেখানে সামান্য বেতনে নুন আনতে পান্তা ফুরোয় পরিবারের। তবুও তোর্সা নদীর পাড়ের বাড়িতে বসে একচিলতে ঘরে রাসচক্র তৈরি করছেন তিনি। দৈন্যদশার খবর পেয়ে সোমবার আলতাফ মিঞার বাড়িতে দেখা করতে যান কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, আলতাফ মিঞা অসুস্থ তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Latest article