পুরসভার উদ্যোগে ‘বেটার দার্জিলিং’ আরও পর্যটকদের বন্ধু হয়ে উঠবে

পাশাপাশি ম্যাল থেকে নেহরু রোডে বাঁদিকে নতুন বেঞ্চ বসানো হয়েছে। কেভেন্টার্সের উল্টোদিকে মার্বেল বসিয়ে বসার বন্দোবস্ত হয়েছে।

Must read

সংবাদদাতা, দার্জিলিং : দার্জিলিং পুরসভার উদ্যোগে শহরের রাস্তায় ‘Better Darjeeling’-কে তুলে ধরার উদ্যোগ ইতিমধ্যেই নজর কাড়ছে। শৈলশহরের দেওয়াল জুড়ে ছবিতে স্থানীয় জনজাতির চরিত্র। প্রত্যেকের সাজসজ্জা অভিনব। পাশেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছে একটি পায়রা। দার্জিলিংয়ের স্থানীয় শিল্পীদের নিপুণ দক্ষতায় স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্য ফুটে উঠেছে দেওয়ালে। এই শহরকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পুরসভা ম্যালের চৌরাস্তা, নেহরু রোড, গান্ধী রোড, রাজভবনগামী রাস্তাকে নতুনভাবে সাজিয়ে তুলেছে। বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা করা হচ্ছে। নেহরু রোডে খোলা আকাশের নিচে আর্ট গ্যালারি প্রশংসা কুড়িয়েছে পর্যটকদের। পুর চেয়ারম্যান দীপেন ঠাকুরির কথায়, ‘সকলের সহযোগিতায় শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। নেহরু রোডের আর্ট গ্যালারি তার অন্যতম।’ নতুন বোর্ড ক্ষমতায় আসার পর শহরের সাজসজ্জায় অনেক বদল আনা হয়। ম্যালের চৌরাস্তার ফোয়ারা চালু করা, নেহরু রোডে পেভার্স ব্লক বসিয়ে রাস্তা সংস্কার হয়েছে। বিভিন্ন জায়গায় বসেছে ডাস্টবিন। রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মী নিয়োগ করেছে পুরসভা।

আরও পড়ুন-খেজুরির সমবায় ভোটে বিজেপিকে শূন্যে, কুপোকাত করে সব আসনে জয়ী তৃণমূল

পাশাপাশি ম্যাল থেকে নেহরু রোডে বাঁদিকে নতুন বেঞ্চ বসানো হয়েছে। কেভেন্টার্সের উল্টোদিকে মার্বেল বসিয়ে বসার বন্দোবস্ত হয়েছে। এখানেই দেওয়াল জুড়ে ‘বেটার দার্জিলিং’-এর ব্যানার এঁকেছেন চিত্রশিল্পীরা। পাশের দেওয়ালে জায়গা করে নিয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেন। চালকের আসনে রেডপান্ডা। পরের কোচে চলেছে লোকনৃত্য। শিল্পীদের একজন রমেশ থামি জানালেন, স্থানীয় সংস্কৃতিকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে আমাদের এই উদ্যোগ।

Latest article