সংবাদদাতা, শিলিগুড়ি : বেআইনি হোর্ডিং-এ মুখ ঢেকেছে শিলিগুড়ি শহরের। এবার শিলিগুড়ি শহরে অবৈধভাবে হোর্ডিং লাগানোয় নিষেধাজ্ঞা জারি করল শিলিগুড়ি পুর কর্পোরেশন। শিলিগুড়ি শহর জুড়ে এখন বিশাল আকারের হোর্ডিং লাগানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ও বহুজাতিক সংস্থাগুলি নিজেদের বিজ্ঞাপনের জন্য শহরের বিভিন্ন জায়গায় যত্রতত্রভাবে হোর্ডিং লাগিয়ে শহরকে দৃশ্যদূষণে পরিণত করছে। এবার এই যত্রতত্র হোর্ডিং লাগানোর বিরুদ্ধে করা নিষেধাজ্ঞা জারি করছে পুরনিগম।
আরও পড়ুন-রাতে বালি পাচার রুখতে বসছে চেকপোস্ট
রীতিমতো শিলিগুড়ি শহরের নির্দিষ্ট কয়েকটি জায়গাকে নো-হোর্ডিং জোন হিসাবে ঘোষণাও করছে পুরসভা। সোমবার পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, একসময় শিলিগুড়ি শহরের যেকোনও রাস্তায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। কিন্তু এখন শহর জুড়ে যত্রতত্রভাবে অবৈধভাবে হোর্ডিং লাগিয়ে শহরেকে দৃশ্যদূষণে পরিণত করেছে। তাই আমরা পুরনিগমের পক্ষ থেকে অবৈধভাবে হোর্ডিং লাগানোতে নিষেধাজ্ঞা জারি করছি।
আরও পড়ুন-কেন্দ্রের টাকায় বিজেপির উৎসব
শিলিগুড়ি, কোর্ট মোড় থেকে হাসমিচক পর্যন্ত এবং হাসমিচক থেকে বিধান রোডের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পর্যন্ত নো-হোর্ডিং জোন হিসেবে ঘোষণা করছি। যারা এইসব জায়গায় হোর্ডিং লাগিয়েছে তারা যেন হোর্ডিং খুলে নেয়, না হলে ৩১ মার্চের পরে পুরসভার পক্ষ থেকে সমস্ত অবৈধ হোর্ডিং খুলে ফেলা হবে।