প্রতিবেদন : ইচ্ছে হলেই কাটা যাবে না জলের লাইন! শহর কলকাতার যেকোনও এলাকায় জলের লাইন কাটার জন্য পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের ডিজির অনুমতি বাধ্যতামূলক। মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুরসভা। মহানাগরিক এই প্রসঙ্গে এদিন সাফ জানিয়েছেন, জলের লাইন কাটার অধিকার কারও নেই। কোথাও জলের অপচয় হচ্ছে দেখলেও জলের লাইনটাই বন্ধ করে দেওয়ার এক্তিয়ার কোনও কাউন্সিলরের নেই। কারণ, কাউন্সিলররা হচ্ছেন পলিসি মেকার এবং রেকমেন্ডিং অথরিটি। কোথাও অতিরিক্ত জল অপচয় হলে জল সরবরাহের ডিজিকে জানাতে হবে। ডিজি ইন্সপেকশন করে দেখবেন।
আরও পড়ুন-বিএসএফ-বিজিবি বাদানুবাদে ফের উত্তপ্ত সীমান্তবর্তী এলাকা
গত কয়েকদিন ধরে কলকাতা পুর-এলাকার ১০৭ নং ওয়ার্ডের কসবা-রাজডাঙা এলাকায় জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। যার ফলে সমস্যায় পড়েন সাতটি পরিবার। অভিযোগ কানে যেতেই কাউন্সিলর লিপিকা মান্না ও ১০ নং বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষের সঙ্গে ফোনে কথা বলেন মেয়র ফিরহাদ হাকিম। স্পষ্ট নির্দেশ দেন, দ্রুত সমস্যা মিটাতে হবে। তারপরই মঙ্গলবার সকালে ওই এলাকায় যান কাউন্সিলর লিপিকা মান্না। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এদিনই কেটে দেওয়া জলের লাইন পুনরায় সারিয়ে জল সরবরাহ স্বাভাবিক করা হয়। পরিষেবা স্বাভাবিক হওয়ায় খুশি অভিযোগকারী স্থানীয়রা।