সংবাদদাতা, জলপাইগুড়ি: বে-আইনিভাবে দখল হয়ে রয়েছে ফুটপাথ। মুক্ত করতে অভিযানে নামল পুরসভা। মঙ্গলবার জলপাইগুড়ির দিনবাজারে। অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাথ দখল করে দোকান সাজিয়ে রাখেন।
আরও পড়ুন-ঝাড়গ্রামের পর্যটন শিল্পের মুকুটে নতুন পালক সাদা পাহাড়
পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পালের নেতৃত্বে অভিযান চালানো হয় দিনবাজার এলাকায়। যে সমস্ত ব্যবসায়ী ফুটপাথের উপর দোকান সাজিয়ে রাখেন তাদের সতর্ক করা হয় এদিন। ভরা বাজারে ব্যবসায়ীদের ডেকে পুরসভার তরফ থেকে বলা হয়, ফুটপাথ সাধারণ মানুষের চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে। অথচ কিছু ব্যাবসায়ী দোকানের সামগ্রী ফুটপাথের ওপর সাজিয়ে রেখে দিচ্ছেন, এটা বরদাস্ত করবে না জলপাইগুড়ি পুরসভা। পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, আজ সতর্ক করা হল, আগামীতে আবার অভিযানে আসব। সেই সময়ও যদি দেখা যায় পরিস্থিতির পরিবর্তন হয়নি, তাহলে কঠোর ব্যবস্থা নেবে পুরসভা।