মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি, অভিযোগ পেয়েই কঠোর ব্যবস্থা নিল পুরসভা

Must read

সংবাদদাতা, দার্জলিং : দার্জলিঙের একটি বেকারির বিরুদ্ধে অভিযোগ। বিক্রি করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ খাবার! অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা নিল দার্জলিং পুরসভা (Darjeeling Municipality)। বৃহস্পতিবারক সন্ধেয় ওই দোকানে অভিযান চালায় তিনটি বিবাগের প্রতিনিধি দল। ব্যবস্থা নেওয়া হয়। দোকানের মালিককে পরিস্কার ভাবে জানানো হয়, মেয়াদ উত্তীর্ম খাবার বিক্রি করা যাবে না। সতর্ক করা হয়েছে। এর পরে অভিযোগ পেলে দোকান বন্ধের নোটিশ দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি আরও কয়েকটি দোকানে এই অভিযান চালানো হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই অভিযান হবে। মেয়াদ উত্তীর্ণ, পচা খাবার বিক্রির অভিযোগ পেলেই ওই দোকানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

আরও পড়ুন-কুলিক পাখিরালয়ে গ্লসি আইবিসের রেকর্ড সংখ্যা বৃদ্ধি

Latest article