ট্যাংরার হেলে-পড়া বাড়ি ভাঙবে পুরসভা

Must read

প্রতিবেদন : বাঘাযতীনের পর এবার ট্যাংরায় হেলে পড়ল আরও একটি বহুতল। বুধবার সকালেই কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডে ছ’তলা ওই বহুতল হেলে পড়ার খবর পাওয়া যায়৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার পুরসভার (KMC) সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়াররা৷ প্রাথমিক ভাবে বহুতলটির অবস্থা খতিয়ে দেখে সেটিকে বিপজ্জনক ও বসবাসের অযোগ্য বলেই জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে বহুতলটি ভেঙে ফেলার পক্ষেও মত দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও একই মত দিয়েছেন বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুতলটির নির্মাণকাজ বছর দুয়েক আগে শেষ হয়েছে৷ এখন সেখানে ১৩টি পরিবার বাস করে। গত কয়েকদিন ধরে একটু একটু করে পাশের নির্মীয়মাণ আরও একটি বহুতলের উপরে হেলে পড়ছিল ছ’তলা আবাসনটি৷ বিষয়টি জানতে পেরে পুরসভায় জানান স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা৷

আরও পড়ুন- ছেলের প্রেমে মায়ের অসম্মতি মানে প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা নয়: সুপ্রিম কোর্ট

Latest article